
মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকায় ট্রাকচাপায় এক শিশু মারা গেছে। সাত বছর বয়সী ওই শিশুর নাম জায়েদা আক্তার।
আজ বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত জায়েদার বাবা জাকির হোসেন জানান, তাদের বাসা মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকায়। ওই এলাকার হাফেজি মাদ্রাসার ছাত্রী জায়েদা। বিকেলে বাসার সামনের রাস্তায় বের হলে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সীমা। ওই সময় এলাকাবাসী ট্রাকটি আটক করে।
জাকির হোসেন আরও জানান, তাদের বাড়ি দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার সাগরপুর গ্রামে। বর্তমানে বাসায় স্ত্রী ওহিদা বেগম ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেটে পিকআপভ্যান চালান। দুই মেয়ের মধ্যে জায়েদা ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর এলাকায় ট্রাক ধাক্কায় আহত হয় ওই শিশু। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।