কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন আজ

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন আজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ভোট আজ শনিবার। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট। প্রথম দফা স্থগিতের পর নতুন করে নির্বাচনের তারিখ ঠিক করা হয় ২৬ নভেম্বর।

এদিকে সর্বশেষ নির্বাচনে অংশ নিতে পারেননি প্রতিষ্ঠানটির শিক্ষক ফারহানা খানম এবং অভিভাবক কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম। সরকারের নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ৪৪৩ ছাত্রীকে ভর্তি করায় তাদের নির্বাচন করতে দেওয়া হয়নি; কিন্তু এবার তারা নির্বাচন করছেন। শুধু তা-ই নয়, আজকের নির্বাচনে কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফারহানা খানম। এ নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

অভিভাবকরা জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ছাত্রী ভর্তির সঙ্গে শিক্ষক ফারহানা খানমের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তার সঙ্গে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রার্থী কাস্টম কর্মকর্তা ড. তাজুল ইসলামের নামও আসে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ভিকারুননিসায় অভিযান চালায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্তেও বিষয়টি প্রমাণ হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ দুজনের প্রার্থিতা বাতিল হয়। ফলে তারা শেষ গভর্নিং বডি নির্বাচনে অংশ নিতে পারেননি।

তারা আরও জানান, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে। গতবার ভর্তি-বাণিজ্যের কারণে প্রার্থিতা বাতিল হয় ড. তাজুল ইসলামের। এর বাইরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার থাকাকালে তার বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং পাচারের অভিযোগ ওঠে। এ নিয়ে ‘নামে-বেনামে শতকোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম’ শিরোনামে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তিনি এবার ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি প্রার্থী।

জানা গেছে, প্রথম দফা স্থগিতের পর নতুন করে নির্বাচনের তারিখ ঠিক করা হয় ২৬ নভেম্বর। এর আগে নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনাজ সুলতানা। তপশিল অনুযায়ী, ২৮ অক্টোবর ভিকারুননিসার মূলসহ সব শাখায় একযোগে ভোট হওয়ার কথা ছিল। এরপর তারিখ পিছিয়ে করা হয় ৪ নভেম্বর। কিন্তু ২৭ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (শিক্ষা ও আইসিটি শাখা) থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন স্থগিত করা হয়। প্রতিষ্ঠানটির সভাপতিসহ ১১ সদস্যের গভর্নিং বডি গঠন করা হবে। এতে চারজন শিক্ষক প্রতিনিধি ও ছয়জন অভিভাবক সদস্য থাকবেন। নিয়ম অনুযায়ী সভাপতি হবেন ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় একজন, স্কুল শাখায় দুজন, কলেজ শাখায় দুজন এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন একজন। শিক্ষকদের মধ্য থেকে কলেজে একজন, স্কুলে দুজন এবং সংরক্ষিত নারী শিক্ষক হিসেবে একজন নির্বাচিত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

৭৩ বছরে ছাত্র ইউনিয়ন  

কৃষক খুনের ঘটনায় থামছে না ভাঙচুর ও লুটপাট

১০

হজের জন্য অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

১১

ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু

১২

‘আমি সাঈদী সাহেব বলছি, আমার একটা ভোট প্রয়োজন’

১৩

বিএনপির আরেক নেতা বহিষ্কার

১৪

ওমরাহ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

১৫

বঙ্গোপসাগরে জাহাজ ডুবিতে ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

১৬

বাংলাদেশকে অন্য দেশের চোখ দিয়ে দেখে না যুক্তরাষ্ট্র : মার্কিন কর্মকর্তা

১৭

তপ্ত রোদে বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায়

১৮

গুচ্ছ ভর্তি পরীক্ষা / জবি ক্যাম্পাসে গাড়ি প্রবেশ নিষেধ 

১৯

বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার?

২০
*/ ?>
X