
জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও ছিন্নমূল পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে নেতাকর্মীরা এ কর্মসূচি করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসভাপতি মির্জা ফয়সাল, ঝলক মিয়া, মো. কামরুজ্জামান আসাদ, এজাজ শাহ, রোকনুজ্জামান রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের নেতারা।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কালবেলাকে বলেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো ভাই ছিলেন একদম সাধারণ মানুষের মতো, তিনি নিজেকে সাধারণ মানুষের সাথে দ্রুত মিশে যেতে পারতেন। রক্তে রাজনীতি থাকলেও রাজনীতির ক্ষমতার প্রভাব তাকে স্পর্শ করতে দেননি, সরাসরি রাজনীতির চেয়ে মানুষের সাথে মিশতে পছন্দ করতেন, ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান অনেক। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশকে তিনি সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন।’