মগবাজারে ট্রেনে কাটা পড়ে কনস্টেবল নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে কর্ণমোহন দেব (৩৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কর্ণমোহন দেবের বাবার নাম বিজয় মোহন দে। তার গ্রামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার উত্তর হিন্দুপাড়া এলাকায়। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, গতকাল রাতে অসাবধানতাবশত রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বিজয় মোহন। প্রথমে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com