
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও আল কারিম জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আল কারিম হাসপাতালে নিয়োজিত সব চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানবসেবা ইসলামের অন্যতম নির্দেশ। আর তারা যদি হয় রোগী, তাহলে তাদের সেবা আরও বেশি করা উচিত।
তিনি সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসকদের সময় দিয়ে রোগীদের আন্তরিকভাবে দেখার আহ্বান জানান।
চরমোনাই পীর বলেন, বর্তমানে দেশে হাসপাতালের অভাব নেই। আল কারিম হাসপাতালে যদি অন্য হাসপাতালের চেয়ে সেবার মান ভালো না হয়, তাহলে মানুষ আসবে কেন? এজন্য তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, বয় এবং প্রশাসনের সবাইকে ভালো ব্যবহার দিয়ে রোগীদের মন জয় করার জন্য যা যা দরকার তা করে কাজ করার আহ্বান জানান।
আজ বুধবার সকালে রাজধানীর সায়েদাবাদে অবস্থিত আল কারিম জেনারেল হাসপাতালের সাধারণ সভায় আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
ওই সময় উপস্থিত ছিলেন—হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন ব্যক্তিরা। সাধারণ সভা শেষে হাসপাতালের চিকিৎসকদের সম্মাননা ক্রেস্ট দেন চরমোনাই পীর।