আরও এক বছর রাজউক চেয়ারম্যান পদে থাকছেন আনিছুর

রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়া।
রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়া।ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে কর্মরত সরকারের সচিব মো. আনিছুর রহমান মিয়াকে একই পদে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েছে সরকার। আজ সোমবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যা বলা হয়েছে প্রজ্ঞাপনে

মো. আনিছুর রহমান মিয়াকে তার অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদ রাজউকের চেয়ারম্যান (সরকারের সচিব) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com