অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাড়া ফেলেছে কবি আশিক রেজার কাব্যগ্রন্থ ‘ভেড়া ও ভয়তন্ত্র’

সাড়া ফেলেছে কবি আশিক রেজার কাব্যগ্রন্থ ‘ভেড়া ও ভয়তন্ত্র’

এবারের অমর একুশে বইমেলায় ঐতিহ্য এনেছে কবি, কথাসাহিত্যিক ও গবেষক আশিক রেজার তৃতীয় কাব্যগ্রন্থ ভেড়া ও ভয়তন্ত্র।

বর্তমান সময়ের এক রূঢ় বাস্তবতা ভয় ‘লার্জার দ্যান লাইফ’ হয়ে উঠেছে। আর জীবনযাপনে আমরাও ক্রমাগত পরিণত হচ্ছি ভেড়ার দলে। বাড়ি, বাজার, দেশ, দশ-পরিবার যানবাহন-অফিস সবকিছু ভয়তন্ত্র ও ভেড়াতন্ত্রের অংশ হয়ে উঠেছে সচেতন ও অবচেতনে।

শুধু বন্দুক বা মাথা নিচু আর পেট ফেঁপে উঠেছে বলে নয়, ভেড়ার ভিড়ে শ্বাস হয়ে উঠেছে ফিসফাঁস। সকাল হবার আগে দরকার অন্ধকারের সঙ্গে যথাপরিচয়। কিন্তু তার আগে চেনা হোক ভেড়া ও ভয়তন্ত্র।

গ্রন্থ সমালোচকরা বলছেন, আশিক রেজার এ বই মানুষ ও রাষ্ট্রের মুখোমুখি দাঁড়ানোর এক করুণ মানচিত্র। পুরো কাব্যগ্রন্থের শরীরজুড়ে ভয়ের আবেশ। রাজনীতি ও রাষ্ট্রের অসংলগ্ন মিলন থেকে উপজাত এক বিশেষ ভয়। এ ভয় আজ অনিবার্য হয়ে উঠেছে। ভেড়া, শূকর, ভয়, অন্ধকার, ভাত, স্বপ্ন, সময় ও রক্তের প্রকাশে উপমা-উৎপ্রেক্ষা, চিত্রকর, রাজনীতি-সংস্কৃতি সংলগ্নতার মিশেলে বিশিষ্ট প্রতিটি কবিতা।

৭১টি কবিতার সংকলন ‘ভেড়া ও ভয়তন্ত্র’, যাকে কবি বলছেন বিষ্ণুপুরের হাসি! সে হাসি উৎসর্গ করা হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক গ্রামকে। দৃশ্যত সে হাসি ঠাট্টা হয়ে উঠেছে। উপহাস হয়ে উঠেছে, যখন কবি উপকথার পরের কথা কবিতায় প্রশ্ন করেন, ‘ভাগাড়ে সুশাসন কেমনতর? বুঝি কবিতায় বাস্তবতা তুলে আনেন ‘গুম হয়ে যাচ্ছে কথা বলা মুখ, রাষ্ট্র দখলে নিচ্ছে অসংখ্য ইতর’।

কবি প্রশ্ন তোলেন কদাকার রাষ্ট্রে শিল্প, সাহিত্য বা সংস্কৃতি চর্চার উদ্দেশ্য, বিধেয় নিয়ে। বাঙাল জনম-২ কবিতায় তিনি লিখেছেন, ‘শুদ্ধ শব্দ নয়, সংগীত নয়। সমস্ত মনন মৃত রফিক আজাদ থেকে রায় গুণাকর/বাঙালের কবি আজ সত্য শুধু থালা ভর্তি ভাতের মিনার।’

নিয়মিত বিরতির তৃতীয় কবিতাসমগ্রে এসে আশিক রেজার উত্থান ঘটেছে এক শক্তিশালী কবির প্রতিনিধি হিসেবে। শত মানুষের অব্যক্ত কণ্ঠের প্রতিভূ হয়ে উঠেছেন তিনি। সাহিত্য পত্রিকা কালের ধ্বনির প্রধান সম্পাদক, উল্টানো পেরিস্কোপের কবি, অব্যক্ত কণ্ঠের কবি আশিক রেজা ইতোপূর্বে উপহার দিয়েছেন কবিতা সংগ্রহ-বায়ু পরাসী নৈবেদ্য (২০১১) ও দোলনকাল (২০১৪)। প্রকাশিতব্য অনুবাদ ও গবেষণা : ‘শ্রীজ্ঞান চর্যাপদ’। অতীশ দিপঙ্কর শ্রীজ্ঞানের জীবন ও কর্ম নিয়ে ৮৪ পৃষ্ঠার বইটির মনকাড়া প্রচ্ছদ করছেন ধ্রুব এষ। আর দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩-এর প্যাভিলিয়ন-২২ এবং রকমারি ছাড়াও ঐতিহ্য রুমি মার্কেট কার্যালয়, কনকর্ড, কাঁটাবন বিক্রয়কেন্দ্রে। একই সঙ্গে পাওয়া যাবে সিলেট, বরিশাল, উত্তরা, যশোর, খুলনা, কুমিল্লা, রাজশাহীসহ সারা দেশে ঐতিহ্যের বিক্রয়কেন্দ্র নির্বাচিত এর সব শাখায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা হয় : পাক প্রধানমন্ত্রী

শাহজাদপুরে বৃষ্টি কামনায় ইসতেসকার নামাজ আদায়

চুয়েটে উপাচার্য অবরুদ্ধ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

নাভালনির শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তি

চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা 

গাজীপুর ওয়ালটন এসি কিনে মিলেনিয়র হলেন স্যানিটারি ব্যবসায়ী

শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

ইরান-ইসরায়েল সংকট ও মধ্যপ্রাচ্যের নয়া ভূ-রাজনৈতিক সমীকরণ

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

১০

বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি

১১

ফেরত পাঠানো হলো মিয়ানমারের ২৮৮ সেনা ও সীমান্তরক্ষী সদস্যকে

১২

অ্যাসোসিয়েট ম্যানেজার পদে ব্র্যাক ব্যাংকে চাকরি

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন সাকিব

১৪

মেট্রোরেল সাভার পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

১৫

গরুর দুধে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, আক্রান্ত এক ব্যক্তি

১৬

সমুদ্র সৈকতে ভয়ংকর বিষধর সাপ, আতঙ্ক

১৭

রাজধানীর যে ২০ স্থানে বসছে পশুর হাট

১৮

শ্রম পরিবেশ উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন

১৯

‘দ্য ওয়ার্ল্ড স্কলার্স কাপ ২০২৪’ / শুরু হলো জমজমাট বুদ্ধির লড়াই!

২০
*/ ?>
X