
খুলনার চুকনগরের ডুমুরিয়ায় দলিত সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তি উৎবের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে রজত জয়ন্তির উদ্বোধন করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৫ আসনের এমপি নারায়ন চন্দ্র চন্দ।
পরে অতিথিদের দলীয় নৃত্য ও দলিতদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে বরণ করে নেয় দলিত শিক্ষার্থী এবং স্থানীয়রা।
ওই সময় প্রধান অতিথি নারায়ন চন্দ্র চন্দ জানান, দলিত সংস্থার কার্যক্রম সম্পর্কে তিনি আগে থেকেই অবগত আছেন। তিনি নিজে একজন শিক্ষক ছিলেন এবং দলিতদের শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন।
তিনি বর্ণ বৈষম্য এবং নিজেদের অধিকারের জন্য যারা সংগ্রাম করে যাচ্ছে তাদের সাধুবাদ জানিয়ে দলিতদের উন্নয়ন কাজে সবসময় সার্বিক সহায়তা করবেন বলে আশা ব্যক্ত করেন।
আয়োজনে স্বাগত বক্তব্যের মাধ্যমে দলিত সংস্থার অগ্রযাত্রায় ২৫ বছরের কার্যক্রমকে তুলে ধরেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। তিনি ইতালি থেকে আসা দলিত সংস্থার ‘মাদার ডোনার’-এর সব অতিথিদের শুভেচ্ছা জানান এবং তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
পরে জেভেরিয়ান সোসাইটি থেকে ফাদার লুইজি পাজ্জি ড. বাবা সাহেব আম্বেদকরের চারটি স্তম্ভের কথা তুলে ধরেন। যা এই দলিত সম্প্রদায়ের মানুষকে সমানের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা দেবে।