কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ

‘নিজে যা জানি, তাই প্রকাশ করি’

‘নিজে যা জানি, তাই প্রকাশ করি’

নোবেল বিজয়ী সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ বলেছেন, ‘কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে যা দেখি তাই লেখি। আমি আমার জন্য বলি। নিজের জন্য লেখার কোনো যৌক্তিকতা আছে কিনা, এমন কোনো দ্বিধা আমার নেই। আমি নিজে যা দেখি ও জানি, তাই প্রকাশ করি।’

গতকাল শনিবার ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘কেন্দ্রবিহীন এক বিশ্ব’ নামে সেশনে তিনি এসব কথা বলেন। সেশনটি সঞ্চালনা করেন ভারতীয় সাংবাদিক, সাহিত্য-সমালোচক, সম্পাদক এবং লেখক নীলাঞ্জন এস রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় লেখক ও সাহিত্য-সমালোচক অমিতাভ ঘোষ ও ভারতীয় প্রবন্ধকার পঙ্কজ মিশ্র।

গুরনাহ বলেন, লেখার পর পড়ে মনে হয় হয়তো এটিই লিখতে চাচ্ছিলাম, আবার কখনো মনে হয়—কী আবোলতাবোল লিখলাম! আমার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কারও পক্ষে লেখা নয়, তবে আমি যেভাবে দেখি, সেটিকে তুলে ধরা। আমি যখন কোনো কিছু পড়ি তখন আমার মতো করেই পড়ি। আমি সবার উদ্দেশ্যেই বলি, আমি কখনো দেখি না আমার দর্শক কিংবা পাঠক কারা। আমি সবার জন্য লিখি, যারা আমার লেখা পড়ে।

গুরনাহ বলেন, লেখক হিসেবে আমার শুরুটা ছিল কোনো কিছুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া থেকে। এটা এমন না যে আমি মাইগ্রেট করছি, এটি জীবনের একটা সিদ্ধান্ত ছিল।

প্রতিশ্রুতিটি এমন ছিল না যে—কোনো কিছু লেখার জন্য লিখতে হবে। এটি অতটা সহজ ছিল না আবার অন্য কিছু করব বলেও হাল ছেড়ে দেইনি। যখন প্রকাশ করতে পারিনি, তখন মন খারাপ হয়নি। তার মানে এই না যে অন্য কিছু করার জন্য বসে থাকব। তখন মনে হতো, ইশ! যদি কেউ আমার বই প্রকাশ করত। তারপর আরেকটা লিখব, যেটা আমি করেছি। একই সময় সেই প্রতিশ্রুতি, আকাঙ্ক্ষাটা ছিল লেখার প্রতি।

গুরনাহ বলেন, সাধারণ জীবনযাপন করতে গেলে কিছুটা জটিলতার মুখোমুখি হতে হয়। আমরা এর মধ্য দিয়েই জীবনযাপন করি। মানুষ হওয়ার মধ্যে অনেক কঠিন বিষয় থাকে।

হিমেল হাওয়ায় জমজমাট সাহিত্য আড্ডা

সারা দেশেই বইছে শৈত্যপ্রবাহ। রাজধানীতেও কনকনে শীত। এর মধ্যেও তৃতীয় দিনের মতো জমজমাট ছিল ঢাকা লিট ফেস্ট। শিল্প ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ।

সকালে উপন্যাসের নতুন ধরনের খোঁজ নিয়ে আলাপ করেন কথাসাহিত্যিক আনিসুল হক, শাহীন আখতার ও মোহিত কামাল। এরপর দুপুরে ছিল বুকার পুরস্কারপ্রাপ্ত অঞ্জলি শ্রীর আলোচনা। বইয়ের বাজার নিয়ে একই সময়ে আলাপ করেন খান মাহবুব, দীপঙ্কর দাস। ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লেখকদের একটি সেশন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে পারফরম্যান্স এবং বইয়ের মোড়ক উন্মোচন হয়।

ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটনের সঙ্গে আলাপে মজেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার। এরপর ভ্যাকসিন নিয়ে আলাপ করেন অ্যাস্ট্রাজেনেকার সহ-উদ্ভাবক সারাহ গিলবার্ট, তার সঙ্গে আলাপে ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক ও প্রযোজক সাদাফ সায্। বিকেলে উদ্ভাবনী আলাপে ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও স্থপতি মেরিনা তাবাসসসুম। একই সময়ে ধরাবাঁধার বাইরে যাওয়ার গল্প শোনান অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সঙ্গে ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা। মহাবিশ্ব নিয়ে আলাপ করেন অধ্যাপক ড মুহম্মদ জাফর ইকবাল। দিনশেষে বাউল শফি মণ্ডলের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় দিনের আয়োজন।

ছাপা বই বনাম ই-বুক

ছাপার অক্ষরের বই নাকি ই-বুক, বইয়ের দোকানে গিয়ে বই কেনা নাকি অনলাইনের দোকান? এমন মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর দরকার নেই বলে মনে করেন দেশের প্রকাশকরা। তারা বলছেন, অফলাইনের ছাপা ও বিক্রি উভয়ই থাকবে কিন্তু আধুনিক যুগে প্রযুক্তিকে অস্বীকার করার সুযোগ নেই বলে অনলাইন বই ও দোকান নিয়ে নতুন করে পরিকল্পনার দরকার আছে। অনলাইনের বই ছাপা ও বিক্রি নিয়ে সম্ভাবনা যত আছে, শঙ্কাও কম নেই। ঢাকা লিট ফেস্ট ২০২৩-এর শনিবারের আয়োজনে আলোচনার বিষয় ছিল বইয়ের বিপণন—দোকান পেরিয়ে অনলাইন।

সৈয়দ জাকির হোসাইনের সঞ্চালনায় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনায় প্রকাশক শুভঙ্কর দে বলেন, ‘অনলাইনে দুটো পদ্ধতি আছে। একটা ই-বুক আর আরেকটি বইয়ের দোকান। অনলাইনে যে বইটা সেটা সামনাসামনি দেখে, উল্টেপাল্টে কেনার মধ্যে অন্য অনুভূতি কাজ করে।’

যুক্ত প্রকাশনীর প্রকাশক নিশাত জাহান রানা বলেন, ‘মানুষের জীবনের জীবনে সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবনা যা কিছু আছে, যা কিছু পাণ্ডুলিপিতে আনেন মানুষেরই জন্য, সেই ভাবনাগুলোকে বই তৈরির মধ্য দিয়ে আবারও মানুষেরই কাছে যে প্রকাশক পৌঁছান—তিনি নিশ্চয় তার সর্বোচ্চ মেধা, তার ভাবনা দিয়ে চেষ্টা করেন তা গ্রন্থবদ্ধ করতে। বিপণনের বাস্তবতা বড় নির্মম। বাজারের চরিত্রও তাই। বইয়ের দোকান থেকে এই অনলাইনের জগতে আসার সম্ভাবনা ও সংকট দুই-ই আছে।’

প্রকাশক খান মাহবুব মনে করেন এখন চাইলেও অনলাইনকে অস্বীকার করা যাবে না। কভিড-পরবর্তী নিউ-নরমাল সময়ে সব দেওয়া গেলেও সময় দেওয়া যায় না। অনলাইনের সুবিধা হলো এর বৃহৎ পরিসর। কিন্তু ছোট ও মধ্যম পুঁজির প্রকাশকরা সংকটে পড়ে যাচ্ছে।

কলকাতা-ঢাকার বিপণন নিয়ে কথা বলেন মারুফ হোসেন। তিনি বলেন, ‘আলোচনায় দোকান ও অনলাইনকে মুখোমুখি দাঁড় করাতে আমি চাই না। যেহেতু প্রযুক্তিকে এড়িয়ে যেতে পারবেন না, ফলে নতুন করে পরিকল্পনাটা করতে হবে।’

আরেক আলোচক দীপঙ্কর দাস বলেন, ‘কভিডের পরে দোকান বন্ধ হয়েছে তা নয়। আরও আগে থেকে সেটা শুরু হয়েছে। বইকে ভালোবেসে অনেকে ফেসবুককেন্দ্রিক বিপণনে গেছেন। কিন্তু প্রকাশিত ছাপা বইয়ের কদর তাতে কমবে না। স্টোরের কমতি মনে খচখচ করবে। অনেক বই ই-বুকে নামিয়ে রেখেও হয়তো পড়া হয় না, হাতের সামনে বই থাকলে সেটা পড়া হয় সহজে। ফলে অনলাইন একটা মাধ্যম কিন্তু তাতে ছাপার সঙ্গে কোনো সাংঘর্ষিকতা তৈরি হবে না।’

সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা

ভাস্কর নভেরা মিলনায়তনে ‘সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা’ নিয়ে আলোচনায় ছিলেন কবি কামাল চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। সঞ্চালনা করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্লাহ।

একুশে পদক ও বাংলা একাডেমি পদক পাওয়া কবি কামাল চৌধুরী বলেন, বাঙালি পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিসত্তা। বাঙালি একটু বেশি আবেগপ্রবণ। বাঙালি শংকর জাতিগোষ্ঠী। বাঙালি নেশন হয়ে উঠেছে ১৯৭১ সালে। বঙ্গবন্ধুর অভিপ্রায়ে বাঙালি একটি জাতি হয়ে উঠেছে। অবশ্য এর আগেও বাঙালিকে জাতি হিসেবে গড়ে তোলা এবং গঠন করার জন্য কাজ করেছেন অনেকে। বাঙালি জাতি গঠনে তাদের অবদান অনস্বীকার্য। যেমন তৎকালীন কংগ্রেসের সভাপতি ছিলেন বাঙালি উমেশ চন্দ্র ব্যানার্জি। তিনিসহ আরও অনেক গুণী মানুষ বাঙালি জাতি গঠনে অবদান রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, থাকছে বিদেশ সফরের সুবিধা

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

ইসরায়েল ও ইউক্রেনকে ৯৫ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘শিশুসাহিত্যিক পরিচয়ের আড়ালে পর্নোগ্রাফি বানাতেন টিপু কিবরিয়া’ 

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা বক্তৃতামালা অনুষ্ঠিত

গরমে পোষা প্রাণীর যত্ন নেবেন যেভাবে

ডিএনসিসিকে সহযোগিতা করবে চীনের আনহুই প্রদেশ

ঢাবিতে পঞ্চব্রীহি ধান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১০

তিন মামলায় মামুনুল হকের জামিন 

১১

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক আর্জেন্টাইন তারকা

১২

ঢাকার ভবন মালিকদের হুঁশিয়ারি দিলেন মেয়র তাপস

১৩

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

১৪

সেই নারী কাউন্সিলর চামেলীকে দল থেকে বহিষ্কার

১৫

বিশ্বজুড়ে শুধু গরমেই বছরে মারা যান ১৮৯৭০ শ্রমিক

১৬

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

১৭

যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন পুতিন

১৮

সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতে নামল স্বস্তির বৃষ্টি

১৯

তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা

২০
*/ ?>
X