
তারাবেলা ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর যেন হলিউডময়। জনি ডেপ, লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে কেট উইন্সলেট, নাটালি পোর্টম্যান—চলচ্চিত্রের এমন শীর্ষ তারকার আনাগোনায় মুখর হয়েছে কানসৈকত। গত শনিবার গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রিমিয়ার হয়েছে প্রতিযোগিতা বিভাগের সিনেমা টড হেইনেস পরিচালিত ‘মে ডিসেম্বর’। এর মুখ্য চরিত্রে রয়েছেন নাটালি পোর্টম্যান। প্রিমিয়ারে টানা ৬ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে ছবিটি।
এর আগে লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন ‘ভি ফর ভেন্ডেটা’খ্যাত নাটালি পোর্টম্যান। স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন ডিওর ব্র্যান্ডের নীল-সাদার লম্বা স্ট্র্যাপলেস গাউন, কোমরে কালো বেল্ট। গলায় নীল রঙের নেকলেস। ফটোকলে তিনি উপস্থিত হয়েছিলেন ঝকঝকে লালে।
অন্যদিকে, ‘দেবী চৌধুরানী’ বড় পর্দায় নিয়ে আসছে কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এ উপন্যাস অবলম্বনে তৈরি এ ছবিটি এবার যাচ্ছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে ছবিটির পোস্টার উন্মোচন হবে। সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় আছেন শ্রাবন্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা শুভ্রজিৎ মিত্র জানান, ডাকাত রানির প্রথম লুক তথা পোস্টার কান ফিল্ম ফেস্টিভ্যালে উন্মোচিত হবে। বিষয়টি ২০ মে সন্ধ্যায় প্রসেনজিৎও সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন। বেশ কয়েকটি ছবি একসঙ্গে পোস্ট করে এ অভিনেতা লেখেন, ‘দেবী চৌধুরানী, বাংলার ব্যান্ডিট কুইনের মোশন পোস্টার আন্তর্জাতিক স্তরে দর্শকদের সামনে প্রকাশিত হবে। এ পোস্টার ওয়ার্ল্ড মিডিয়ার সামনে ইন্ডিয়ান প্যাভিলিয়ন ইন মার্শে দ্যু ফিল্মে দেখানো হবে।’