যারা মাতাবেন চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ

ফারিয়া
ফারিয়া

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে আজ বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিবারের মতো এবারও পুরস্কার মঞ্চ মাতাবেন শোবিজ তারকারা। সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় দুই তারকা—ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। ফেরদৌস বললেন, ‘এবার নিয়ে ৭ বার চলচ্চিত্রের সম্মানজনক এ আসরে উপস্থাপনা করছি। নিঃসন্দেহে এটি আমার জন্য বিশেষ। এ ছাড়া এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। বিষয়টি যে কোনো শিল্পীর জন্যই সম্মানজনক। আর এবার আমাদের স্বাধীনতার মাসে অনুষ্ঠানটি হচ্ছে। মাত্রই পার করলাম ঐতিহাসিক ৭ মার্চ। সবমিলিয়ে এবার আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং সম্মানের সম্মিলন থাকছে।’

ফেরদৌস
ফেরদৌস

এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনবার নাচে অংশগ্রহণ করেছিলেন নুসরাত ফারিয়া। এবারই প্রথম তিনি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। ‘যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু ভয় তো কাজ করছেই। তবে এটিও সত্যি, উপস্থাপনা আমি ভীষণ উপভোগ করি এবং আমার কাছে সব সময় উপস্থাপনা ভীষণ চ্যালেঞ্জিং বলেই মনে হয়।’

অনুষ্ঠানে নাচে অংশ নেবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নিরব, দীঘি, আঁচল, পূজা চেরী, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। ধনধান্যে পুষ্পে ভরা, তুমি যেখানে আমি সেখানে, শুধু গান গেয়ে পরিচয়, হইহই রঙ্গিলা, পিচঢালা এই পথটারে ভালোবেসেছি, বেদের মেয়ে জোছনা, কী যাদু করিলা—সহ একাধিক গানের সঙ্গে পারফর্ম করবেন তারা।

অপু
অপু

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে পারফর্ম করব প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের গাওয়া “তুমি যেখানে আমি সেখানে” গানটিতে। এখানে আমার সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস। শিল্পীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার এমন বড় আসরে পারফর্ম করতে পারা সৌভাগ্যের বিষয়। আশা করছি, আমাদের পারফরম্যান্স উপভোগ করবেন।’ নিজের পরিবেশনা প্রসঙ্গে নিরব বলেন, ‘সোনালী দিনের একটি গানের আমি আর আঁচল পারফর্ম করব। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।’ আয়োজনে গান গেয়ে মঞ্চ মাতাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা সাব্বির, নন্দিতা ও নিশিতা ।

প্রসঙ্গত, ২০২১ সালে চলচ্চিত্রের জন্য ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। আসরে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)। শ্রেষ্ঠ অভিনেত্রীও নির্বাচিত করা হয়েছে যৌথভাবে। তারা হলেন—আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)। এবারের আসরে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রীসহ সাতটি পুরস্কার জিতে নিয়েছে ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রটি।

বাপ্পি
বাপ্পি

অন্যরা হলেন, আকা রেজা গালিব, কাওসার চৌধুরী, ফজলুর রহমান বাবু, শম্পা রেজা, জয়রাজ, মিলন ভট্টাচার্য্য, আফিয়া তাবাসসুম, সুজেয় শ্যাম, মুহিন, চন্দনা মজুমদার, গাজী মাজহারুল আনোয়ার, তৌকীর আহমেদ, সামির আহমেদ, শিহাব নূরুন নবী, সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু, শৈব তালুকদার, ইদিলা কাছরিন ফরিদ, মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন জান্নাতুল মাওয়া ঝিলিক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com