দীপিকাকে সাধেননি আমির

দীপিকাকে সাধেননি আমির

বলিউড সাম্রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছেন আমির খান। সেটা অনেক পুরোনো। আর নতুনদের মধ্যে এতে যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। ইন্ডাস্ট্রির প্রথম শ্রেণির তারকা হলেও তারা দুজনে একসঙ্গে এখনো কাজ করেননি। তবে তাদের দেখা-সাক্ষাৎ অনেক আগেই হয়েছে। যখন দীপিকার বয়সটা মাত্র ১৩।

লকডাউন চলাকালীন দীপিকা পাড়ুকোন তার ছোটবেলার অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ছবিতে অভিনেত্রীকে পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা গেছে। এই দুই তারকার একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে।

যেখানে দীপিকাকে আমিরের সঙ্গে বসে থাকতে দেখা যায়। কালো শার্ট ও প্যান্ট পরে চুপচাপ ছিলেন নায়িকা। আর বাবা প্রকাশ পাড়ুকোন ও আমির খানের মাঝে ছিলেন তিনি। এ ছবি প্রসঙ্গে দীপিকার ভাষ্য, ‘এই সময় আমার বয়স ছিল ১৩ বছর। দুপুরের খাবার খাচ্ছিলেন আমির খান। তাও দই ভাত। সেই সময় আমারও খিদে পেয়েছিল। তবে কেউ খাবার দেয়নি, এমনকি আমিরও আমাকে খাওয়ার কথা জিজ্ঞেস করেননি।’

২০০৬ সালে কন্নড় ছবি ‘ঐশ্বরিয়া’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে দীপিকার। এক বছর পর তিনি বলিউড ছবি ‘ওম শান্তি ওম’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক অভিনেত্রীর।

এদিকে দীপিকা এখন উড়ছেন জনপ্রিয়তার আকাশে। তার অভিনীত ‘পাঠান’ সর্বকালের হিট ছবি হতে চলেছে। যেখানে তিনি পেয়েছেন শাহরুখকে। অন্যদিকে এবারের অস্কারে উপস্থাপনা করলেন নায়িকা। যেখানে তিনি হয়েছিলেন ব্ল্যাক লেডি। তার উপস্থিতি নিয়ে স্তুতি চলছে অনলাইনে। এর আগে বিশ্বকাপ মঞ্চেও হাজির হয়েছিলেন এই তারকা।

অন্যদিকে, আমির খানের সবশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’। এটি গত বছরে ১১ আগস্ট মুক্তি পায়। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র অনুপ্রেরণায় এটি। আমিরকে দেখা যেতে পারে ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীলের পরবর্তী কাজে। শোনা যাচ্ছে, এতে জাঁদরেল এ অভিনেতাকে দেখা যাবে একজন স্পাইয়ের ভূমিকায়। কিন্তু ছবিটি নিয়ে কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com