গানের জন্য বাংলাদেশেও ভালোবাসা পাই

গানের জন্য বাংলাদেশেও ভালোবাসা পাই

ঢাকায় আসছেন কলকাতার নন্দিত সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘পঞ্চকবির গানে বাংলাদেশে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়’ নামের আয়োজনে গাইবেন তিনি। মোবাইল ফোনে তার সাক্ষাৎকার নিয়েছেন রাব্বানী রাব্বি-

কতদিন পর ঢাকায় আসছেন?

ঋদ্ধি : সর্বশেষ এসেছিলাম করোনা মহামারি শুরু হওয়ার আগে, ২০১৯ সালে। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের ‘থিয়েটার’ নাট্যদলের বৈশাখী আয়োজন ও গুলশান ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম।

বাংলাদেশ তো আপনার কাছে পরিচিত?

ঋদ্ধি : বাংলাদেশে গান গাইতে সবসময়ই ভালো লাগে। দেশটির সঙ্গে আমার নাড়ির টানও রয়েছে। নানাবাড়ি রংপুরে। এ ছাড়া শ্রোতা ও পরিচিতজনদের অনেক ভালোবাসা পাই, গান গাওয়ার জন্য এটাই সবচেয়ে বড় ব্যাপার।

এবারের আয়োজন প্রসঙ্গে বলুন।

ঋদ্ধি : ক্যান্সার রোগীর সহায়তা তহবিলের জন্য এ কনসার্ট। এমন একটি মানবিক উদ্যোগের অংশ হতে পারা আমার জন্য বিশেষ কিছু। পশ্চিমবঙ্গ থেকে এ অনুষ্ঠানে আরও থাকছেন বাচিকশিল্পী জয়দীপ চট্টোপাধ্যায় ও আবৃত্তিশিল্পী নিবেদিতা চৌধুরী।

এবার শ্রোতাদের কী গান শোনাবেন?

ঋদ্ধি : যেহেতু পঞ্চকবির (রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ ও রজনীকান্ত) গান গাই, তাদের গানই শোনাব।

এদেশের গান শোনা হয়? এদেশের গান নিয়ে আপনার বিশ্লেষণ কী?

ঋদ্ধি : রবীন্দ্রনাথ-নজরুলের গানের চর্চা হয়। কিন্তু বাকি তিনজন—দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ ও রজনীকান্তের গান খুব একটা হয় না। এ প্রজন্মের অনেকে ফিউশন করতে গিয়ে গানের ভাব কিংবা সুর পাল্টে ফেলে, এমনটা হওয়া একেবারেই উচিত নয়। কারণ প্রত্যেক সংগীতধারার আলাদা একটা চরিত্র আছে। এখন কেউ যদি নজরুলের গান করেন রবীন্দ্রসংগীতের মতো, সেটা তো বিকৃতি।

নজরুলজয়ন্তী উপলক্ষে এ কনসার্টে বিশেষ কোনো ভাবনা রয়েছে?

ঋদ্ধি : হ্যাঁ, ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ আর ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে’ গান দুটি গাইব।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com