ভালো আছেন ফুয়াদ

তারাবেলা প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রে ওপেন হার্ট সার্জারি
ভালো আছেন ফুয়াদ

বড় ধরনের ধকল পার করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। নিউইয়র্কের একটি হাসপাতালের তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। টানা ৮ ঘণ্টার এ অস্ত্রোপচার হয়েছে বাংলাদেশ সময় গত শুক্রবার মধ্যরাতে। এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো।

যুক্তরাষ্ট্রভিক্তিক প্রতিষ্ঠান ‘শো-টাইম মিউজিক’ প্রতিষ্ঠাতা আলমগীর খান আলম বলেন, ‘ফুয়াদের অবস্থা এখন ভালো। অপারেশন সফল হয়েছে।’

এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ভাই স্যাম রাহাত মুক্তাদির জানান, ফুয়াদের শরীরে দুটি বাইপাস করতে হয়েছে। পাশাপাশি ভালভ রিপেয়ার করতে হয়েছে। আশা করা হচ্ছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এই সংগীত তারকা।

এর আগে ২০১৭ সালে ক্যান্সারের জন্য অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছিল ফুয়াদকে। সেখান থেকে সফলতার সঙ্গে গানের জগতে ফেরেন। করোনার আগে বাংলাদেশে এসে ফুয়াদ লাইভ শিরোনামের কনসার্ট করেছেন। গত বছরও হয়েছে কনসার্টটি। ফুয়াদের জন্ম বাংলাদেশে হলেও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। ১৯৮৮ সালে আট বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি দেন তিনি। শূন্য দশকে তিনি বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পান। তার হাত ধরেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে অনেক শিল্পী। ফুয়াদের অ্যালবামগুলোর মধ্যে আছে মায়া (১৯৯৮), মায়া-২ (১৯৯৯), ক্রান্তি (২০০৩), রি ইভোল্যুশন (২০০৪), ভ্যারিয়েশন নং. ২৫ (২০০৬), ভ্যারিয়েশন নং. ২৫.২ (২০০৬) ও বন্য (২০০৭)।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com