তহবিল তৈরিতে শৈশবে ফিরে গেলেন শিল্পীরা

তারাবেলা প্রতিবেদক
তহবিল তৈরিতে শৈশবে ফিরে গেলেন শিল্পীরা

গায়ে স্কুল ড্রেস, বুকে ব্যাচ। না, বুকে ব্যাচ বলার চেয়ে বলা ভালো—বুকে স্কুল জীবনের অমলিন স্মৃতি। আর সে কারণেই কিছু মধ্য জীবনের পুরুষ-নারী ফিরে গেলেন হাই স্কুল জীবনে! কক্সবাজারের সমুদ্রসৈকতে করলেন হুল্লোড়, মাতলেন নানা আনন্দে; একেবারে ছোটবেলার মতো।

ব্যতিক্রমী এক নাটকে এভাবেই হাজির হচ্ছেন টেলিভিশন নাটকের একঝাঁক শিল্পী। এখানে আরও একটি বিশেষ দিক হলো, এতে অভিনয় করেছেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সব শিল্পীরা।

নাটকের নাম ‘আজ আমাদের ছুটি’। বিষয়টি নিয়ে সংঘের সভাপতি আহসান হাবিব নাসীম বলেন, ‘এটি করার দুটি কারণ আছে। প্রথমত আমাদের তো ফান্ড তৈরি করতে হয়। খরচ মেটাতে সংঘের কার্যনির্বাহী পরিষদের যারা আছেন তারা মিলে বিনা পয়সায় কাজটি করে দিচ্ছি। এর থেকে প্রাপ্ত সব অর্থ যাবে আমাদের সংঘের ফান্ডে। আর দ্বিতীয়ত, কিছুদিন আগে শেষ হয়েছে অভিনয় শিল্পী সংঘ ডে। পুরো আয়োজনটির জন্য কার্যনির্বাহী সদস্যদের ওপর দিয়ে অনেক ধকল গেছে। কক্সবাজারের এ ট্যুরে নিজেদের চাঙ্গা করার একটি প্রয়াসও আছে।’

জানা যায়, নাটকটি ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় আসবে। এটি রচনা ও পরিচালনা করছেন রাজীবুল ইসলাম রাজীব।

এতে অভিনয় করেছেন সংঘের সভাপতি আহসান হাবিব নাসীম, সাধারণ সম্পাদক রওনক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি ও জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী, কর প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল এবং কার্যকরী পরিষদের সদস্য মাজনুন মিজান ও সূচনা সিকদার।

এর মধ্যে রাশেদ মামুন অপু ও সূচনা সিকদার শিক্ষক হিসেবে এবং বাকিরা স্কুল শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com