ব্যাংককের হাসপাতালে ফারিণ অসুস্থ জিনাত বরকতউল্লাহ

ব্যাংককের হাসপাতালে ফারিণ অসুস্থ জিনাত বরকতউল্লাহ

গুরুতর অসুস্থ একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গত ১১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পীর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। তিনি জানান, জিনাত বরকতউল্লাহ স্ট্রোক করেছেন। সেই সঙ্গে ফুসফুসেও সমস্যা আছে। বিজরী বলেন, ‘আম্মার অবস্থা আগের মতোই। নল দিয়ে খাবার দিতে হচ্ছে। কিছু সময়ের জন্য তাকালেও এখনো কথা বলার মতো অবস্থায় নেই।’ প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জিনাত বরকতউল্লাহ। তখনো গুরুতর অবস্থায় তিনি আইসিইউতে ছিলেন। সেই ধকল কাটতে না কাটতেই আবারও তার অসুস্থতার সংবাদে উদ্বেগ-উৎকণ্ঠায় ভক্ত-শুভানুধ্যায়ীরা।

এদিকে অভিনেত্রী তাসনিয়া ফারিণও অসুস্থ। অস্ত্রোপচার হয়েছে তার। তবে তা ঢাকায় নয়। ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে ফারিণ একটি সিস্টের ছবি পোস্ট করেছেন। অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘খুবই ছোট্ট একটা অপারেশন হয়েছে। আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদদেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com