
ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো-সাবিলা নূর। বর্তমানে এ দুই তারকাই ব্যস্ত সময় পার করছেন ওটিটির কাজে। সবশেষ তাদের আলোচিত নাটক ভিকি জাহেদের ‘দ্য কিডন্যাপার’। এবার জানা গেল শিগগিরই ওটিটি দুনিয়াতে পা রাখছেন এ জুটি। নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ওয়েব সিরিজ ‘আ ক্লুলেস মার্ডার’-এ দেখা মিলবে তাদের। এটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তারাবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
এ সিরিজে নিশোকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার ভূমিকায়। আর চমক থাকছে সাবিলার চরিত্রে। তাই এখনই বেশি কিছু প্রকাশ করতে চাইছেন না ইমতিয়াজ নেয়ামুল।
জানা গেছে, ওয়েব সিরিজটি নির্মাণ হবে একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। পাশাপাশি চিত্রনাট্যটি তৈরি করতে নিয়োজিত ছিলেন আইস্ক্রিনের একটি চৌকস দল।
ক্রাইম-থ্রিলার ঘরানায় এগিয়েছে এ সিরিজের কাহিনি। দেখা যাবে, একজন মানুষ খুন হওয়ার অনেক দিন পর তার লাশ উদ্ধার হয়েছে। তখন সেই খুনের রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু শেষমেশ কি রহস্য উন্মোচন হয়, সেটাই জানা যাবে এ সিরিজে।
এতে আফরান নিশো ও সাবিলা নূরের যুক্ত হওয়া প্রসঙ্গে ইমতিয়াজ নেয়ামুলের ভাষ্য, ‘নিশোকে গল্পটি শোনানোর পর তিনি রাজি হন। আর সাবিলাকে নিয়ে একটি কাজ করার সময় তাকে গল্পটি শুনিয়েছিলাম। এরপরই মূলত সিরিজটি নিয়ে কাজ করার পরিকল্পনা শুরু।’
এই নির্মাতা আরও বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো ওটিটিতে কাজ করছি তাই এটা নিয়ে আমি খুব রোমাঞ্চিত। সিরিজটি কীভাবে সর্বোচ্চ পর্যায়ে ভালো করা যায়—সেই চেষ্টা করছি। কারণ নতুন একটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, সেখানে দর্শকদেরও যেমন প্রত্যাশা রয়েছে, আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বর্তমানে চলছে ওয়েব সিরিজটির প্রি-প্রোডাকশনের কাজ। এপ্রিলের শেষদিকে এর শুটিং শুরুর কথা রয়েছে। নিশো-সাবিলা ছাড়া আর কে কে অভিনয় করছেন জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আর কয়েক দিন পরই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সবাই।’
প্রসঙ্গত, বর্তমানে আফরান নিশো ব্যস্ত রয়েছেন তার ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিংয়ে। এটি শেষ করে তিনি যুক্ত হবেন একটি নাটকের কাজে, তারপরই অংশ নেবেন ‘আ ক্লুলেস মার্ডার’ সিরিজের শুটিংয়ে। অন্যদিকে, শিগগিরই ওটিটিতে অভিষেক ঘটতে যাচ্ছে সাবিলা নূরের। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আবু শাহেদ ইমন নির্মিত ‘মারকিউলিস’ ওয়েব সিরিজে দেখা মিলবে তার।