নতুন মিশনে যেমন মিম

নতুন মিশনে যেমন মিম

ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সর্বশেষ ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। এর আগে ‘আমার আছে জল’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’ ছবিগুলোতেও কুড়িয়েছেন বেশ প্রশংসা। অভিনয় করেছেন টলিউডের ছবিতেও। এবার এই অভিনেত্রীর দেখা মিলবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে।

এবার পাওয়া গেল তার লুক। যেখানে একেবারে সাদামাটা নারী হিসেবে হাজির হয়েছেন তিনি। তবে থাকবে বিশেষ গুণ। এ সিরিজে বিদ্যা সিনহা মিম রয়েছেন গৃহবধূর ভূমিকায়। যিনি তার স্বামীকে খুঁজছেন। এক সময় তিনি স্বামীর খোঁজে মফস্বল ছেড়ে ঢাকায় আসেন, আর এই রঙিন শহরে কঠিন প্রতিবন্ধকতার মুখে পড়েন।

তবে কি তার স্বামী হারিয়ে গেছেন? নাকি অন্য কোনো ঘটনা? রহস্যটা কী?—এমন প্রশ্নে বেশি কিছু বলতে চাইলেন না বিদ্যা সিনহা মিম। শুধু সংগ্রামী জীবনের এই কাহিনিতে নিজের চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘চিত্রনাট্য পড়ে মনে হলো চরিত্রটি আসলে আমার জন্যই লেখা, এমন গল্পে আগে কখনো কাজ করিনি। আমি চেষ্টা করি কোনো চরিত্রে কাজ করে ফেললে ওই চরিত্রটির যেন পুনরাবৃত্তি না ঘটে। তো এভাবেই এখানে অন্য রকম একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন।’

থ্রিলার-রহস্যধর্মী গল্পে সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। নির্মাণ হচ্ছে কপ ক্রিয়েশনের ব্যানারে। জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় এর শুটিং শুরু হয়। এখন শেষ দিকের কাজ চলছে মানিকগঞ্জে। মিমের সহশিল্পী হিসেবে এ সিরিজে রয়েছেন এফএস নাঈম, সুমিতসহ অনেকে।

এর আগে ওটিটিতে অনিমেষ আইচের ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’, অনম বিশ্বাসের ‘হোয়াট দ্য ফ্রাই’সহ আরও কিছু কাজে দেখা গেছে মিমকে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেত্রীর চলচ্চিত্র ‘মানুষ’। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দর।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com