বাপ্পার ইচ্ছেপূরণ

আসছে ইন্সট্রুমেন্টাল অ্যালবাম
বাপ্পার ইচ্ছেপূরণ

দীর্ঘদিনের ইচ্ছেটা এবার পূরণ হতে চলেছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের। ক্যারিয়ারে গান গাওয়া, লিরিক লেখা ও সংগীতায়োজন—সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। ‘সত্তা’ সিনেমায় ‘না জানি কোন অপরাধে’ গানটির জন্য ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন। তবুও যে গানের মানুষদের বৈচিত্র্যময় কিছু করার আক্ষেপ থেকেই যায় আজীবন, যা ক্যারিয়ারে যোগ করবে ভিন্ন এক মাত্রা। হ্যাঁ, তেমনই এক সুখবর দিলেন বাপ্পা মজুমদার। শিগগির মুক্তি পেতে যাচ্ছে তার একটি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম, শিরোনাম ‘রাগাস্কেপ’। এরই মধ্যে কিছু রেকর্ডিংও সম্পন্ন, কাজ চলছে ভিডিও নির্মাণের।

ইন্সট্রুমেন্টাল অ্যালবামটি প্রসঙ্গে জানতে চাইলে বাপ্পা মজুমদার বলেন, ‘আমি মনেপ্রাণে একজন মিউজিশিয়ান। গান গাইতে আসার আগে থেকেই পেশাদার গিটারিস্ট হিসেবে কাজ করেছি। আমার শুরুটাই সংগীত করা দিয়ে। গান গাওয়ার পাশাপাশি যন্ত্রসংগীত নিয়ে বরাবরই আমার আগ্রহ চূড়ান্ত। কিছু পারি বা না পারি, মাথায় ভাবনার সাইক্লোন সর্বদা বিরাজমান। ইন্সট্রুমেন্টাল একটা অ্যালবাম করব, এ ইচ্ছাটা অনেক দিন ধরেই ছিল। সেই ভাবনা থেকে এবার কাজটি করতে যাচ্ছি।’

বাপ্পা মজুমদার আরও বলেন, ‘গানগুলোতে রাগসংগীত ছাড়াও বিভিন্ন  ক্ল্যাসিকাল মিউজিকের ব্যবহার করতে চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের কাছে তা ভালো লাগবে।’

সংগীতশিল্পী জানান, এ ইন্সট্রুমেন্টাল প্রজেক্টে তার সঙ্গী হয়েছেন বেস গিটারিস্ট তানিম হাসান ও ড্রামার ডানো। আর গানগুলো মুক্তি পাবে অডিও ভিজ্যুয়াল আকারে। এরই মধ্যে শুরু হয়েছে ভিডিও দৃশ্যধারণের কাজ। আর ইন্সট্রুমেন্টাল গানগুলোর রেকর্ডিং হয়েছে তার নিজস্ব স্টুডিও বিএমজ ওয়ার্কস্টেশনে।

প্রসঙ্গত, তিন দশকের ক্যারিয়ারে নতুন নতুন গান উপহার দিয়েছেন বাপ্পা। এবারের পহেলা বৈশাখেও তার কণ্ঠে এসেছে ‘বন্ধু চেনা দায়’ শিরোনামে একটি গান। এটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com