দেশে নয়, ২০ মে বিদেশে ‘মা’

তারাবেলা প্রতিবেদক
দেশে নয়, ২০ মে বিদেশে ‘মা’

অনেক প্রস্তুতি আর প্রচারের পরও ১৯ মে দেশে মুক্তি পাচ্ছে না পরীমণির চলচ্চিত্র ‘মা’। মাল্টিপ্লেক্সগুলোর অনীহার কারণে এটি আসছে না বলে নিশ্চিত করেছেন ‘মা’ চলচ্চিত্রসংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মা দিবস (১৪ মে) উপলক্ষে ১৯ মে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন এর নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি জানান, দেশে মুক্তি না পেলেও বিদেশের মাটিতে হবে এর প্রিমিয়ার। ২০ মে ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে এটি।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, অনেক আগে থেকে মুক্তির তারিখ ১৯ মে ঠিক করা হলেও সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত ‘পাঠান’ ও ‘কিসি কা ভাই কিসি কি জান’র প্রতি হলমালিকদের আগ্রহ বেশি। ‘মা’ সিনেমাসংশ্লিষ্টরা চাইছিলেন, অন্তত মাল্টিপ্লেক্সগুলোর স্ক্রিনে ছবিটি মুক্তি দিতে। তবে শেষ পর্যন্ত সেটাও সম্ভব হয়নি।

‘মা’ ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’। আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। এটি অরণ্য আনোয়ারের প্রথম চলচ্চিত্র।

গত বছর জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

অরণ্য আনোয়ার দেশের পরীক্ষিত নির্মাতাদের একজন। যিনি ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। তিন দশকের ক্যারিয়ারে ‘মা’ তার প্রথম নির্মিত সিনেমা।

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com