কোরবানির ঈদেও লড়াইয়ের আভাস

রোজার ঈদে পর্দায় এসেছিল ৮টি ছবি। এবার ৯টি চলচ্চিত্রের মুক্তির বিষয়ে কথা চলছে। দেখে নেওয়া যাক একঝলকে—
কোরবানির ঈদেও লড়াইয়ের আভাস

সুড়ঙ্গ

এবারের ঈদে বড় চমক হিসেবে আসছেন ছোট পর্দার ব্যস্ততম তারকা আফরান নিশো। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। পরিচালনা করছেন রায়হান রাফী। তিনি বলেন, ‘আমাদের কাজ শেষপর্যায়ে। ঈদের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ছবিটি।’এতে নিশোর বিপরীতে তমা মির্জা।

প্রিয়তমা

ঈদের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি ধরা হচ্ছে এটিকে। পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘বেশ বড় পরিসরে আমরা শুটিং করছি। মে মাসে দৃশ্যধারণ হওয়ার আগে আরও তিন মাস ধরে এর প্রি-প্রডাকশনের কাজ হয়েছে।’

এতে শাকিব খানের বিপরীতে অভিনয় কলকাতার ইধিকা পাল।

লাল শাড়ি

চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি এটি। এতে অভিনয়ও করেছেন তিনি। পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, ‘শুরু থেকে প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে, এতে করে কখনো নিজেকে প্রযোজক অনুভব করিনি।’

অন্তর্জাল

সাইবার যুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। পরিচালক বলেন, ‘এটা ক্রাইমবেইজড টেনোলজিক্যাল সিনেমা। আইটি রিলেটেড ক্রাইম আছে। এমন গল্প আমাদের দেশে খুব একটা সামনে আসেনি। আর আমরাও দীর্ঘ প্রস্তুতি ও গবেষণা করে এটির কাজে নেমেছিলাম।’

এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনকে।

ক্যাসিনো

ছবিটি পরিচালনায় আাছেন সৈকত নাসির। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও শবনম বুবলী।

নির্মাতা সৈকত বললেন, ‘এটি ওয়েল মেক সিনেমা। আরেকটি বিষয়, ক্যাসিনো নিয়ে আমাদের দেশে হাইপ আছে। এ ছাড়া বাংলাদেশে মানি লন্ডারিং নিয়ে ছবি হয়নি। এগুলোর জন্য এটি আলাদা।’

রিভেঞ্জ

অ্যাকশন ঘরানার এই সিনেমাটির পরিচালক ও প্রযোজক মোহাম্মাদ ইকবাল। এতে জুটি বেঁধে পর্দায় আসবেন রোশান ও বুবলী।

এমআর-নাইন

দেশের তুমুল জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। পরিচালক আসিফ আকবর। সিনেমায় মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট।

প্রহেলিকা

এর মাধ্যমে লম্বা বিরতির পর ফিরছেন ছোট পর্দার অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদ। বিপরীতে দেখা যাবে বুবলীকে। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।

ডেঞ্জার জোন

শুটিং শুরু করার ছয় বছর পর মুক্তির পেতে যাচ্ছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি। সঙ্গে আছেন জলি। এর পরিচালক বেলাল সানি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com