চার মাস ধরে সেন্সরে ছবি

তারাবেলা প্রতিবেদক
চার মাস ধরে সেন্সরে ছবি

বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিদের অচেতন মনে লুকিয়ে থাকা গল্প নিয়ে চলচ্চিত্র ‘মনোলোক’।

শহীদ রায়হানের কাহিনি-পরিচালনায় নির্মিত ছবিটি ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে। প্রায় চার মাস হয়ে গেলেও এখনো চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের প্রদর্শন তালিকায় স্থান পায়নি। সে কারণে মিলছে না ছাড়পত্রও।

পরিচালক শহীদ রায়হান বলেন, ‘চলচ্চিত্রটি প্রিভিউ না করেই ১৭ এপ্রিল সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে লেখা, চলচ্চিত্রে ব্যবহৃত রাজনৈতিক চরিত্রগুলোর সংলাপে ব্যবহৃত তথ্যসমূহের দালিলিক প্রমাণ তার দপ্তরে উপস্থাপন করতে হবে।’

এদিকে ‘মনোলোক’ নিয়ে সেন্সর বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছু বলতে চাননি।

‘মনোলোক’ চলচ্চিত্রটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ ছাড়া ঐতিহাসিক চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, দিপা খন্দকার, সমু চৌধুরী, এম এ বারী, এ কে আজাদ সেতু, জয়িতা মহালনবিশ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com