
চাকরিটা আমি পেয়ে গেছি বোস সত্যি’—গানটা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মনে মনে গেয়ে ফেলতেই পারেন। কারণ রাষ্ট্র হয়ে গেছে বিষয়টি—বাংলাদেশে শিল্পকলা একাডেমির পরিচালক হচ্ছেন তিনি।
‘আমি যাই করি না কেন, আমার মধ্যে সংস্কৃতির ছাপটা থাকে। যদি চাকরি করি তবে সেটাও করব সংস্কৃতিসংশ্লিষ্ট, এমন’—দিন কয়েক আগে কথাগুলো বলছিলেন অভিনেত্রী। তখনো হাতে আসেনি কাগজ, তবে আগেই মন্ত্রণালয় থেকে পেয়েছেন ইঙ্গিত। অন্য আলাপচারিতায় সময় হঠাৎই নতুন এ প্রসঙ্গে কথাগুলো বলেন এই শিল্পী।
এদিকে, ১৩ মার্চ এ অভিনয়শিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তিনি দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। জানা গেছে, একাডেমির চারজন পরিচালকের একজন হচ্ছেন তিনি। দেখবেন সংস্কৃতিবিষয়ক দিকটা। জানালেন, অভিনয়টা তিনি বিদায় দিচ্ছেন না। আপাতত চাকরি করলেও এটা নিয়ে তার ভাবনা থাকবেই।
২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০০৫ সালে বড় পর্দায় অভিষেক হয়। প্রথম চলচ্চিত্র ‘আয়না’। বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার কর্মফর্দে আছে তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’, আজাদ কালামের ‘বেদেনী’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, মাসুদ পথিকের ‘মায়া’ ও নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’।
জ্যোতি কাজ করেছেন ভারতেও। সেখানে তিনি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় অভিনয় করেন। প্রদীপ ভট্টাচার্য পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি বেশ প্রশংসিত হয়।