ওয়ালিউল বিশ্বাস
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসায় দুজনায়

ভালোবাসায় দুজনায়

২০১৭ সালের জুলাই। মুক্তি পায় ‘জাদুকর’ নামের এক গান। যেখানে হারমোনিয়াম নিয়ে রাজকন্যার সামনে দাঁড়ায় এক জাদুকর যুবক। গায়, ‘তুই ভুল করে এবার ভালোবেসে যা, আমি মন নিয়ে করি না খেলা’। ব্যস, পটে যায় রাজকুমারী। সেই ভালোবাসা শুধু মিউজিক ভিডিওতে সীমাবদ্ধ থাকেনি।

প্রেম ছড়িয়েছে ব্যক্তিগত জীবনে। সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল শেহতাজ মুনিরার জীবনের শুরু এমনই সংগীতময়। গত ২৮ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন তারা। গত বছরের ভালোবাসা দিবসে থেকে চলতি বছর—সবচেয়ে জৌলুসপূর্ণ বিয়ে হয়েছে তাদের। কারণটা সবিস্তারে বলার আগে আরও দুটি বিয়ের কথা বলা যায়। পুরনো হলেও এ সময়টাতে চমক আকারে আসে চিত্রনায়ক এবিএম সুমন ও অভিনেতা জিয়াউল হক পলাশের বিয়ের খবর।

প্রীতম-শেহতাজ

অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে বিয়ের আয়োজন করেন প্রীতম-শেহতাজ। বন্ধুরা সদলবলে সেখানে হাজির হন। সে দলে ছিলেন মুমতাহিনা টয়া, জেফার রহমান, সুনেরাহ বিনতে কামাল, নুহাশ হুমায়ূনসহ আরও অনেক তারকা।

বিয়ের পর এবারই প্রথম ভালোবাসা দিবস পার করছেন এ নবদম্পতি। তবে শেহতাজ বললেন, ‘ভালোবাসা দিবস নিয়ে আলাদা করে ভাবছি না। এটা আসলে মানুষেরই তৈরি করা। প্রতিটি দিনই তো ভালোবাসার।’

আসলেও তাই। এমন ইতিবাচকভাবে ভাবতে পারেনই বলেই হয়তো শেহতাজকে প্রীতমের এত পছন্দ।

নিজেদের সম্পর্ক প্রসঙ্গে এ গায়কের ভাষ্যটা এমন—‘শেহতাজ যখন আমার সঙ্গে প্রেম করে তখন আমি একেবারে নতুন। শুধু শুরু করেছি। ওই জাদুকর গানটা, অতটা ভিউও হয়নি। আমি তার সঙ্গে সৎ ছিলাম বলেই সে আমার সঙ্গে সম্পর্ক রেখেছে। একটা ভালো পার্টনারের সঙ্গে সততা সবচেয়ে বেশি জরুরি।’

শেহতাজের মতে, প্রীতম ভীষণ মেধাবী, ভদ্র। তার সততা, সরলতা মুগ্ধ করে তাকে। এবারের ভালোবাসা দিবসের সকালবেলাটা নিজেদের মতো করে কাটিয়েছেন এ তারকা দম্পতি। আর বিকালে প্রীতম ব্যস্ত ছিলেন কোক স্টুডিও বাংলার সিজন-টু’র উদ্বোধনী আয়োজন নিয়ে।

সুমন-মমি

২০১৫ সাল। কমন বন্ধুর মাধ্যমে পরিচয় হয় বরাতুন্ নূর মমি ও এবিএম সুমনের। এরপর থেকে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্ব। আছে একমাত্র কন্যাসন্তান ফ্রেয়া জামান। দুই পরিবারের অল্প কিছু সদস্যদের নিয়ে বিয়ে করেন তারা। গত ২৪ নভেম্বর প্রকাশ্যে আসে ঢাকাই ছবির নায়ক এবিএম সুমনের বিয়ের কথা।

মমি প্রসঙ্গে সুমনের বক্তব্য, ‘মমির কাছে আমি অন্যরকম একটা শান্তি পাই। ও খুব যত্ন নেয়। অনেক সমর্থন করে। এটা বুঝতে পারার পরই মনে হয়েছে জীবনের বাকি পথটা একসঙ্গে চলা যায়।’

আর সুমনকে নিয়ে মমির ভাষ্য, ‘সুমন বন্ধু হিসেবে যতটা ভালো, জীবনসঙ্গী হিসেবে আরও চমৎকার।’

এদিকে গতকালের সারাটাদিন আলাদাভাবে কেটেয়েছে মমি ও সুমনের। কারণ মমি ও ফ্রেয়া গিয়েছেন কুমিল্লা।

সুমন বললেন, ‘এবারের ভালোবাসা দিবস হালকা বিরহে কাটলো। কারণ ওরা দুজন নেই। সারাটাদিন ঘুমিয়ে পার করলাম।

পলাশ-মেহনাজ

গত বছর বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ। পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন তিনি। তবে খবরটি জানান, গত বছরের ১৬ ডিসেম্বর। এবারের ভালোবাসা দিবসটি তারা নিজেদের মতো করে কাটিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসন্ত গায়ে মেখে রঙিন হয়ে উঠেছে শিমুল

২৯ মার্চ : নামাজের সময়সূচি

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ফরিদপুরে স্বপ্ন দেখাচ্ছে কৃষকের উদ্ভাবিত ‘লালমি’

চাঁদপুরে একদিনেই পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

সকালেই যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পুকুরে মাছের সঙ্গে উঠে এলো মরদেহ

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টা

প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করছে পারিবারিক পুষ্টি বাগান

১০

বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

১১

টিসিবির পণ্যের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

১২

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই 

১৩

৯ মাসেই রির্জাভ থেকে ১০ বিলিয়ন ডলার বিক্রি

১৪

বাঙলা কলেজ ছাত্রলীগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

চাঁদপুরে ২ শ্রমিককে ইট ভাটায় আটকে রাখার অভিযোগ

১৬

অপরাধী শনাক্ত করবে সিসি ক্যামেরা

১৭

ই-সিগারেট / নতুন মোড়কে পুরনো সর্বনাশ

১৮

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক

১৯

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ

২০
*/ ?>
X