
সংগীতে এখন সুসময় শিরোনামহীনের। মাঝে গানের বাইরে কিছু বিতর্ক তৈরি হলেও আগের চেয়ে আরও নিজেদের ছাড়িয়ে গেছে ব্যান্ডটি। আর এর পেছনে বরাবরের মতোই আছেন যে মানুষটি—তিনি হলেন দলটির প্রধান জিয়াউর রহমান। প্রতিষ্ঠার ২৭ বছরে ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ অনেক জনপ্রিয় গান। যার অধিকাংশ গানই তার লেখা।
জিয়ার মতে, ‘আমার মিউজিক্যাল জার্নিতে শিরোনামহীনের বাইরে কখনোই কোনো গান তৈরি করিনি। কেউ খেয়াল করেছেন কি না জানি না, আমি শিরোনামহীনের জন্য এক্সক্লুসিভ রেখেছি নিজের সুর, লেখা। কোলাবোরেশান করেছি, বাজিয়ে দিয়েছি, প্রডাকশন করে দিয়েছি; কিন্তু কখনোই নিজের ক্রিয়েশন ব্যান্ডের বাইরে থেকে রিলিজ করিনি। এবার আসছে।’
হ্যাঁ, দলের বাইরে গান লিখেছেন তিনি। আর সেটি করেছেন বন্ধু কনক আদিত্যর জন্য। গানের শ্রোতাদের কাছে কনক আদিত্য নামটিও বেশ জনপ্রিয়। যিনি জলের গান ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য। অনেক দিন হলো জলের গানের বাইরে নিজের মতো করে গান করছেন তিনি।
জিয়া বলেন, ‘বন্ধু কনক আদিত্যকে কথা দিয়েছিলাম একটি গান আমি করে দেব। ‘বৃষ্টিকাব্য’ করেছিলাম বছর দশেক আগে। বিভিন্ন কারণে শিরোনামহীন থেকেই রিলিজ হয়েছে বৃষ্টিকাব্য। এবার দশ বছর পর দ্বিতীয় প্রচেষ্টা সফল হয়েছে।’
নতুন গানের নাম ‘পারাপার’। এর ধরন প্রসঙ্গে জিয়ার ভাষ্য, ‘ভয়ানক নিঃসঙ্গ অনুভূতির গান পারাপার, নিজের ভেতরে হাহাকার আর আর্তচিৎকারের গান। সব কথা সবাই বলতে পারে না। ভেতরেই থেকে যায় বেদনার অনুভূতি। পারাপার মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার মতো গান নয়; কিন্তু গানটি কেউ একবার শুনলে দ্বিতীয়বার শোনার আগ্রহ প্রকাশ করবেন, সেখানেই আমাদের সার্থকতা।’
জানা যায়, এটি ইউটিউব ও স্পটিফাইয়ে আসবে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এর টিজার।