মঞ্চে সুন্দর

তারাবেলা প্রতিবেদক
মঞ্চে সুন্দর

মঞ্চে আসছে লোক নাট্যদলের প্রযোজনা ‘সুন্দর’। এর উদ্বোধনী শো হবে আজ শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায়, ঢাকায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে।

এটি উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরামর্শ ও পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান ও জি এম সিরাজুল হোসেন। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন সোহেল মাসুদ ও মঞ্চসজ্জা ব্যবস্থাপনায় সুধাংশু নাথ।

অভিনয়ে আবদুল্লাহ আল হারুন, মিনহাজুল, সোহেল মাসুদ, তানজিনা, সাদেক, মিষ্টি, নীল প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com