
তারাবেলা প্রতিবেদক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি তিনি শেষ করেছেন রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ছবির কাজ। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ক্যারিয়ারে এটি নিশোর প্রথম চলচ্চিত্র।
গত ১৫ এপ্রিল শেষ হয় ছবিটির মূল দৃশ্যধারণ পর্ব। যদিও কিছু প্যাচওয়ার্ক বাকি রয়েছে। গতকাল রোববার থেকে সেই কাজগুলোও সম্পন্ন করতে মাঠে নেমেছেন প্রযোজক-পরিচালক। পাশাপাশি চলছে চলচ্চিত্রটি ঘিরে প্রচারণাও।
সিনেমাটি প্রসঙ্গে তমা মির্জার সঙ্গে আলাপ হলে তিনি জানান, ‘সুড়ঙ্গ’ ঘিরেই তার ধ্যানজ্ঞান, এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবছেন না। এমনকি নতুন চলচ্চিত্র বা ওয়েবের কাজও করবেন না এ ছবি মুক্তির আগপর্যন্ত।
তিনি বলেন, ‘এমনিতে এখন আর যে কোনো কাজ করছি না। গুণগত মানের দিকে নজর দিচ্ছি, প্রস্তাব এলেই কোনো কাজ নিচ্ছি না। আর ‘সুড়ঙ্গ’ মুক্তির আগপর্যন্ত নতুন কোনো কাজ করব না। চলচ্চিত্রটি ঘিরেই এখন যত ভাবনা।’
ওটিটি প্ল্যাটফর্মের আলোচিত এ অভিনেত্রী আরও বলেন, “‘সুড়ঙ্গ’র জন্য অনেক কষ্ট করেছি আমি। শুধু আমিই নই, পুরো টিমই শুটিংটা করতে গিয়ে অনেক পরিশ্রম করেছে। শুটিং করতে গিয়ে আমরা তাতে কোনো কম্প্রোমাইজ করিনি।”
সম্প্রতি সামনে এসেছে সিনেমাটির টিজার। প্রায় দেড় মিনিটের এ টিজারজুড়ে রহস্যের আভাস। কোনো সংলাপ নেই, শুধু আবহ সংগীতে থমথমে এক ভাব। বিদ্যুৎ চমকাচ্ছে। চারদিক অন্ধকারাচ্ছন্ন। এরই মধ্যে নির্জন একটি বাড়িতে ঢেকে রাখা সুড়ঙ্গে নামছেন নিশো। তবে টিজারে দেখা মেলেনি তমার।
প্রসঙ্গত, চরকি ও আলফা আই স্টুডিওর যৌথ প্রযোজনার এ সিনেমার শুটিং শুরু হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে।