টিপ টিপ বরষায় আবারও রাভিনা

তারাবেলা ডেস্ক
টিপ টিপ বরষায় আবারও রাভিনা

নব্বই দশকের অন্যতম হিন্দি রোমান্টিক গান হিসেবে দর্শকের হৃদয় ছুঁয়ে আছে ‘টিপ টিপ বরষা পানি’। এতে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে হলুদ রঙের শাড়িতে সবার নজর কেড়ে নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সঙ্গে ছিলেন নায়ক অক্ষয় কুমার। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে জানা যায়, গানটি আবারও নতুন করে তৈরি হচ্ছে। যেখানে থাকছেন রাভিনা ট্যান্ডন। তবে সম্ভবত পাচ্ছেন না বাস্তব ও সে সময়ের সিনেমা জুটি অক্ষয়কে। এতে রাভিনার সঙ্গে যোগ দিচ্ছে নরওয়ের নৃত্যদল ‌‘দ্য কুইক স্টাইল’।

বর্তমানে কুইক স্টাইলের সদস্যরা ভারত সফরে বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরছেন। এমনকি বিনোদন অঙ্গনের সেলিব্রেটিদের সঙ্গেও দেখা করছেন। সর্বত্র যখন কুইক স্টাইলের আগমণধ্বনি বাজছে, তখন সেই আনন্দ হাওয়ায় ভক্তদের আরও একবার চমকে দিলেন ৪৮ বছর বয়সী রাভিনা ট্যান্ডন। শুক্রবার রাতে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম পেজে ‘টিপ টিপ বরষা পানি’র একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছন। যেখানে দেখা গেছে, কুইক স্টাইলের সদস্যেদের সঙ্গে নাচছেন এ অভিনেত্রী। স্ক্র্যাচ (ছেঁড়া) ব্লু জিন্স আর কালো টপসে ভিডিওটিতে হাজির হয়েছেন অভিনেত্রী। অনেক দিন পর গানটিতে রাভিনাকে পারফর্ম করতে দেখে ভক্তরাও খুব রোমাঞ্চিত ও আপ্লুত।

রাভিনা যেমন গানটি নতুন করে তৈরির উদ্যোগ নিয়েছেন, তেমনি এটি আবারও বলিউডের বড় পর্দায় আসবে—এমন কথাও শোনা যাচ্ছে।

এদিকে, এর আগেও গানটি রিমেক হয়েছে। যেখানে ছিলেন অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের ভূমিকায় ক্যাটরিনা কাইফ। যদিও কুইক স্টাইলের নতুন গানটিতে অক্ষয় থাকবেন কি না, সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে আপাতত পুরোনো আবহে অভিনেত্রী ফিরছেন, এতেই খুশি ভক্তরা। প্রসঙ্গত, ‘টিপ টিপ বরষা পানি’ গানটি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহরা’ সিনেমার। এতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, সুনীল শেঠি, অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। গানটি নব্বই থেকে শূন্য দশক পর্যন্ত দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। চলচ্চিত্রটি আয়ও করেছে বেশ। এটি পরিচালনা করেছেন রাজিব রায়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com