সুলতানপুরের প্রশংসা

তারাবেলা প্রতিবেদক
সুলতানপুরের প্রশংসা

আগামী ২ জুন মুক্তি পাচ্ছে ‘সুলতানপুর’। সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলছে জোর প্রচারণা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এর গান ‘জানরে’। গেয়েছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’ ছবিতে ‘অ্যালকোহলিয়া’ গেয়ে চমক লাগানো গায়ক স্নিগ্ধজিত। শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে এ গান।

এবার আলোচনায় এসেছে সিনেমাটির ট্রেলার। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজন নির্মাতা-শিল্পী এটি শেয়ার করে প্রশংসাও করেছেন।

ট্রেলারে দেখা যায়, সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’। পরতে পরতে ছড়িয়েছে উত্তেজনার পারদ। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদক পাচার, মাদক সম্রাটসহ ট্রেলারে উঠে আসে বিভিন্ন বিষয়।

ছবিটি নিয়ে নির্মাতা সৈকত নাসিরের ভাষ্য, ‘এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, সিনেমাটি আমাকে বাঁচিয়ে রাখবে।’

আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com