নয়ীম গহরের কথায় ওয়ারফেজের গান

নয়ীম গহরের কথায় ওয়ারফেজের গান

দেশের পথিকৃৎ হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেজ’ আবারও আনছে গান। স্বাধীনতার মাসে প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’। এটির গীতিকার কবি মুক্তিযোদ্ধা নয়ীম গহর। কণ্ঠ ও সুরে আছেন বাবনা করিম। প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় আছে ব্যান্ড ওয়ারফেজ। গানটি প্রকাশ হবে রেকর্ড লেবেল-লয় রেকর্ডস থেকে।

এর আগে গত অক্টোবরে ব্যান্ডটি এনেছিল তাদের সবশেষ কাজ ‘মায়া’।

ব্যান্ডটির দলনেতা এবং লয় রেকর্ডসের প্রতিষ্ঠাতা শেখ মনিরুল আলম টিপু বললেন, “আমরা গত বছর বলেছিলাম, ২০২৩ থেকে প্রতিনিয়ত গান প্রকাশ করব। সেই কথা অনুযায়ী ‘মা’ গানটা আসছে। যদিও এটি প্রকাশ করার কথা ছিল গত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। তবে যেহেতু স্বাধীনতার মাস মার্চ, তাই এ মাসই শেষ পর্যন্ত বেছে নিলাম।”

অন্যদিকে নয়ীম গহরের গান নেওয়া প্রসঙ্গে টিপু বলেন, “নয়ীম গহর স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন গীতিকবি। তার বহু গান আজও বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণা জুড়ে আছে। যেমন—‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙর তোলো তোলো সময় যে হলো হলো’ ইত্যাদি। ‘মা’ গানটা রচিত হয়েছিল স্বাধীনতার আগে, এ গানটি তার সর্বশেষ দেশের কবিতা থেকে গানে রূপান্তর করেছি। আমরা নিজেদের অনেক ভাগ্যবান মনে করছি, বহুমুখী প্রতিভার অধিকারী শ্রদ্ধেয় নয়ীম গহরের লেখা গান করতে পেরেছি। যদিও তিনি আমাদের মাঝে নেই, তিনি এ গানটি শুনলে আমাদের আরও ভালো লাগত।”

জানা যায়, ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারফেজ টিভি ও লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে। এর আগে ১৯ মার্চ থেকে স্বাধীন মিউজিক অ্যাপে বিশ্বব্যাপী তিন দিনের জন্য এক্সক্লুসিভলি গানটির অডিও প্রকাশ হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com