
মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের নাটক ‘নাজুক মানুষের সংলাপ’ মঞ্চে নিয়ে আসছে থিয়েটারওয়ালা রেপাটরি। আর এটি প্রথম দিন থেকে টানা চলবে ৯ দিন। প্রদর্শন করা হবে ১২টি শো। আজ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এগুলো। দেখানো হবে বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এর উদ্বোধন মঞ্চায়ন।
শাহাদুজ্জামান বলেন, ‘গল্পটি সংলাপের আদলে লেখা হলেও এর মঞ্চ নাটকের সম্ভাবনার কথা ভাবিনি। সম্ভাবনাটি তৈরি হয় সাইফ নাকটির প্রস্তাব নিয়ে এলে। এমন একটি নাটক মঞ্চে আনবার উদ্যোগ নেওয়ায় থিয়েটারওয়ালা রেপাটরিকে অভিনন্দন জানাই।’ নাটকটির নির্দেশনায় আছেন সাইফ সুমন। টানা প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্প হিসেবে থিয়েটার আমাদের দেশে এখন যথাযথ মর্যাদা পায়নি। চাইওনি আমরা। প্রচলিত ধারার গ্রুপ থিয়েটার থেকে বের হয়ে আসতেই এ উদ্যোগ।’
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে নাটকটির প্রদর্শনী। এ ছাড়া ২০, ২৬ ও ২৭ মে বিকেল ৫টায় এর মঞ্চায়ন হবে। নাটকের গল্পটি এক জিজ্ঞাসু পথভ্রান্ত তরুণ ও এক প্রাজ্ঞ প্রবীণের। গল্প আর দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজে প্রবীণের কাছে। প্রবীণ তাকে উত্তর খোঁজার বদলে প্রশ্নগুলোকেই উল্টেপাল্টে দেখতে উদ্বুদ্ধ করে। চলে তাদের কথোপকথন। এর ভেতর দিয়েই তরুণ মুখোমুখি হয় কিছু সত্যের।