
তারাবেলা প্রতিবেদক
গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল বাংলাদেশি শিশুতোষ চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’। এবার এটি যাচ্ছে রাশিয়ায়। আগামী ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত চলা দেশটির চেবাক্সারিতে অনুষ্ঠেয় চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে এটি। রাশিয়ান ফেডারেশনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা নুরুজ্জামান ডালিম। লেখক শরীফ উদ্দিন সবুজের ‘মইন্না ভাই বল্লা রাশি’ গল্পের ওপর চলচ্চিত্রটি তৈরি।
লেখক সবুজ বলেন, ‘এ বইয়ের গল্পের সময় নব্বইয়ের দশক। আর পটভূমি মূলত নারায়ণগঞ্জ শহর ও তার আশপাশের এলাকা। তখনো নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্রাম বলতে যা বোঝায়, তাই ছিল।’ কারও সঙ্গে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, তারই আখ্যান এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।