টিভিতে নজরুলজয়ন্তী

তারাবেলা ডেস্ক
টিভিতে নজরুলজয়ন্তী

নজরুলজয়ন্তী উপলক্ষে আজ টেলিভিশনের পর্দায় প্রচার হবে নানা ধরনের আয়োজন, সেই খোঁজ থাকছে তারাবেলায়—

  • বিটিভি

    আবৃত্তি অনুষ্ঠান ‘ও ভোরের পাখি’। উপস্থাপনা করেছেন তামান্না তিথি। আবৃত্তি করেছেন আশরাফুল আলম, মীর বরকত, রফিকুল ইসলাম প্রমুখ। প্রচার হবে আজ সকাল সাড়ে ৯টায়। এ ছাড়া রাত ৯টায় প্রচার হবে নাটক ‘বনের পাপিয়া’। পরিচালনায় শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।

  • চ্যানেল আই

    বিকেল ৩টা ৫ মিনিটে থাকছে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনা করেছেন গীতালি হাসান। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, শায়লা সাবি, ফেরদৌস প্রমুখ।

  • বাংলাভিশন

    আজ বিকেল ৪টায় প্রচার হবে ‘কুড়িয়ে তুমি নিও’। এ অনুষ্ঠানে অতিথি নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেছেন সাকিলা মতিন মৃদুলা।

  • ছায়ানট

    ছায়ানটের মিলনায়তনে বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘নজরুল-উৎসব’। এটি সবার জন্য উন্মুক্ত।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com