গান মুক্তি উপলক্ষে কনসার্ট

তারাবেলা প্রতিবেদক
গান মুক্তি উপলক্ষে কনসার্ট

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক। আড়াই দশকের গীতযাত্রায় ‘আমার পৃথিবী’, ‘মানুষপাখির গান’, ‘পরাহত’, ‘আজও’, ‘তুমি কি সাড়া দিবে’—এমন অসংখ্য গানে শ্রোতাদের মাতিয়েছেন তারা। এবার ভক্তরা পেতে যাচ্ছে নতুন গান ‘সমান্তরাল’। সর্বশেষ কোয়ারেন্টাইন প্রজেক্টে প্রকাশ পেয়েছিল ‘অপলাপ’ ও ‘অবিনশ্বর’। এরপর কেটে গেছে দুই বছর। এবার নতুন ভোকালিস্ট ইশানকে নিয়ে নতুন গান বাঁধলেন তারা।

কথা হয় ব্যান্ডটির গিটারিস্ট খাদেমুল জাহানের সঙ্গে। নতুন গানটি তারই লেখা। অডিও ভিজ্যুয়াল আকারে মুক্তি পাবে এটি। গানটি প্রসঙ্গে তার ভাষ্য, ‘দৈনন্দিন জীবনে দেখা যায়, আমাদের একই সঙ্গে একটা ফ্যান্টাসি কিংবা ফেটিশ জগৎ রয়েছে, আবার একই সঙ্গে আরেকটি জগৎ আছে—যেখানে আমরা সামাজিকভাবে সবার সঙ্গে মিশতে চাই। মানুষের সম্পর্ক বা বিশ্বাসের ক্ষেত্রেও দ্বৈত জীবনের ব্যাপারটি কাজ করে। যে মানুষটি আমার খুব কাছের, তার জন্যও হয়তো কিছু অবিশ্বাস কাজ করে এবং সেই অবিশ্বাসটা নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। সমান্তরালভাবে এমন একটা দ্বৈত জীবনের যাপন থাকে সবার মাঝে। এই ভাবনা থেকেই গানটি লিখেছি। আপাত মনে হতে পারে এটা প্রেমের গান, কিন্তু পরক্ষণেই অন্যকিছু মনে হবে!’

জানা গেছে, জি-সিরিজের ব্যানারে প্রকাশিতব্য মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হয়েছে রাজধানীর মিরপুরের একটি স্টুডিওতে। পরিচালনা করেছেন নাহিয়ান (ফ্লাইবোর্ড স্টুডিও)। ভিডিওতে অংশ নিয়েছেন ব্ল্যাক সদস্যরা। আর গানটির মুক্তি উপলক্ষে আগামী ২ জুন আয়োজন করা হয়েছে ‘ব্ল্যাকড আউট’ শিরোনামে একটি কনসার্ট। ভেন্যু ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন। শুরু হবে ২টা ৩০ মিনিটে।

এদিন ব্ল্যাক ছাড়াও পারফর্ম করবে অ্যাভয়েড রাফা, দৃক, ওনড, আফটারম্যাথ ও এ কে রাহুল। বিশেষ অতিথি হিসেবে এই কনসার্টে যুক্ত হচ্ছেন মিলা ও এলিটা।

ব্ল্যাকের সর্বশেষ অ্যালবাম ‘ঊনমানুষ’ প্রকাশ পায় ২০১৬ সালে। এরপর থেকে ব্যান্ডটি একক গান প্রকাশ করে যাচ্ছে বিরতি দিয়ে। বর্তমান লাইনআপে রয়েছেন—ফারহান তানভীর (ড্রামস), চার্লস ফ্রান্সিস (বেস গিটার), ইশান হোসেন (ভোকাল) ও খাদেমুল জাহান (গিটার)।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com