সাগর কক্সবাজার এরিয়ায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বিজয়ের পর ফিরে এসে দেখে তার ছোট ভাই ও মাকে স্বাধীনতাবিরোধীরা হত্যা করেছে। সে বুকে গোলাপ ফুল জড়ানো অবস্থায় মৃত ভাইয়ের মরদেহ দেখতে পায়। এরপর সাগর সমুদ্রের পাড়ে ফুল বিক্রেতা হিসেবে কাজ করে। ছোট ভাইকে স্মরণে রাখার জন্য প্রতিদিন একটি করে ফুল তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। একসময় সন্ত্রাসীরা ঢেউয়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করলে তার মুখ ঝলসে যায়। তবুও উচ্চশিক্ষায় শিক্ষিত সমুদ্র নামক এক যুবক অ্যাসিডদগ্ধ ঢেউকে বিয়ে করতে চায় কারণ ঢেউয়ের প্রতি তার ভালোবাসা প্রবল। আব্দুল আজিজের রচনায় প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
বিভিন্ন চরিত্রে রয়েছেন আবদুল আজিজ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদসহ আরও অনেকে। নাটকটি শনিবার রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে।