জনপ্রিয় ডুন প্রিক্যুয়েল সিরিজ ‘ডুন: প্রফেসি’ সিজন ১-এর পর এবার দ্বিতীয় সিজন আসতে চলেছে। ২০২৪ সালের ২২ ডিসেম্বর প্রথম সিজনের শেষ পর্ব সম্প্রচারিত হওয়ার কয়েকদিন আগে, এইচবিও এবং ম্যাক্স এই সুখবর নিশ্চিত করেছে।
ফ্রাঙ্ক হার্বার্টের ‘সিস্টারহুড অব ডুন’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে এই সিরিজটি নির্মিত। ভালয়া হারকোনেনের নেতৃত্বে সিস্টারহুড এবং ইম্পেরিয়ামের সঙ্গে রহস্যময় সৈন্য ডেসমন্ড হার্টের মধ্যে জটিল সংঘাত অনুসরণ করে সিরিজটির গল্প এগিয়ে যায়। প্রথম সিজন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দর্শকরা একটি অ্যাকশনভিত্তিক উত্তেজনাপূর্ণ উপসংহার উপভোগ করেছেন। তবে সিজনের শেষ পর্বে একটি টুইস্ট উন্মোচন করা হয়। সেখানে দেখা যায় যে, ডেসমন্ড সম্ভবত ভালয়ার বোন তুলার পরিত্যক্ত সন্তান, যার ফলে সে হারকোনেন এবং অ্যাট্রেইডস উভয়েরই সদস্য হতে পারে।এদিকে পর্ব ৬ একটি তীব্র চূড়ান্ত যুদ্ধের প্রতিশ্রুতি দেয়। যেখানে ভালয়া সিস্টারহুডের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে। তবে সিস্টারহুডের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে ট্রেইলারে লিলা উল্লেখ করেছে ‘সিস্টারহুড তার পথ হারিয়েছে’ যা ভালয়ার মিশনকে জটিল করতে পারে। যদিও প্রথম সিজনটি ভালয়া এবং ডেসমন্ডের মধ্যে ক্ষমতার সংঘর্ষ অনুসরণ করছে, তবে দ্বিতীয় সিজন ডুন ইউনিভার্সকে আরও বিস্তৃত করবে বলে এমনটিই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে আসন্ন নতুন সিজনে ডুন ইউনিভার্সের প্রাচীন শক্তির গতিবিধি সম্পর্কে আরও গভীর ধারণা ও নতুন চরিত্র আসবে এমনটিই আশা করছেন দর্শকরা। যদিও এইচবিও এখনো ডুন: প্রফেসি সিজন ২-এর জন্য আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে দ্বিতীয় সিজনটি ২০২৬ সালে আগে মুক্তি পেতে চলেছে।