
ষ হালকা গরম পানিতে লিকুইড সোপের সঙ্গে খানিকটা লেবুর রস বা সাদা সিরকা মিশিয়ে সিরামিকের পাত্র পরিষ্কার করলে কোনো দাগ ও গন্ধ থাকবে না।
ষ দীর্ঘদিন ব্যবহারে সিরামিকের বাসনকোসনে হলদে দাগ হয়ে যায়। এ দাগ সহজে তোলা যায় না। একটি টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে পানিতে ভিজিয়ে নিন। সিরামিক পাত্রের দাগের জায়গায় এটি দিয়ে ভালো করে ঘষুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।
ষ চা-কফির মগ কিছুদিন ব্যবহার করলে কালচে দাগ হয়ে যায়। এ দাগ দূর করতে একটি বাটিতে ভিনেগার আর লবণ মিশিয়ে নিন। চা-কফির মগ এ মিশ্রণটি দিয়ে ভালো করে মেজে নিন। মিনিট দশেক এভাবে রেখে দিন। তারপর সাবান পানিতে ধুয়ে নিলে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে।
ষ কিছু কিছু কঠিন দাগের ওপর কোনো টিপস কাজে না এলে হতাশ হবেন না। কুসুম গরম পানিতে ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে তাতে সারা রাত সিরামিকের পাত্র ভিজিয়ে রাখুন। সকালে মাজনি দিয়ে ভালো করে মেজে নিন।
ষ এখন ইলেকট্রিক চুলায় অনেকেই সিরামিকের পাত্রে রান্না করেন। এসব রান্নার পাত্র পরিষ্কার করতে প্রথমে ব্যবহার করা লেবুর খোসা ঘষে তারপর লিকুইড সোপ দিয়ে ধুয়ে নিন। এ টিপস মেনে চললে নিয়মিত ব্যবহারে হাঁড়ি নতুনের মতো থাকবে।
ষ ধোয়ার পর গুছিয়ে রাখার সময় সিরামিকের পাত্র খানিকটা যত্ন করে রাখতে হবে। ধোয়ার পর পানি শুকিয়ে পুরোনো খবরের কাগজে মুড়ে রাখুন। এতে সিরামিকের পাত্রে সহজে অন্য পাত্রের ঘষায় দাগ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এ ছাড়া সিরামিকের জিনিসের সঙ্গে অন্য কোনো ধাতব তৈজস রাখবেন না।