
হাত থেকে ডিম পড়ে গেলে কিংবা ডিম ফাটাতে গিয়ে যদি এর সাদা অংশ মেঝেতে পড়ে, তবে ওটা পরিষ্কার করা নিয়ে মেজাজ তিরিক্ষি হতেই পারে। কারণ কাঁচা ডিমের সাদা অংশটা সহজে শুষে নিতে পারে না পেপার টাওয়েল বা স্পঞ্জ। কাজটা সহজ করে দিতে পারে একটুখানি লবণ। লবণ ছিটিয়ে দিলেই সাদা অংশটা নিজেকে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আটকে দেয় ও সহজে উঠে আসে।