
শ্যাম্পু আবিষ্কার হয় ১৮০০ সালের দিকে। তার আগে চুল পরিষ্কার রাখতে পানি, পাউডার ও পরচুলাই ছিল ভরসা।
১৯৫০ সালে আমেরিকান পুরুষদের জনপ্রিয় কাটিংয়ের নাম ছিল ডি এ। যার মানে হলো ডাকস অ্যাস তথা হাঁসের পশ্চাৎদেশ।
চুলের কার্লিং আয়রন আবিষ্কার হয়েছিল ১৯৮০ সালে। আফ্রিকান-আমেরিকান থিওরা স্টিফানসের এ আবিষ্কার রাতারাতি গোটা দুনিয়ার হেয়ার স্টাইল বদলে দিয়েছিল।
১৯৯০ সালে হলিউডে সেলিব্রেটি হেয়ার ড্রেসার প্রথা চালু হয়। শুরুর দিকেই তারা চুল কাটতে ৩০০ ডলার করে নিতেন। চাকরির বাজারেও হেয়ার ড্রেসিংয়ের চাহিদা দারুণ গতিতে বাড়ছে।