বিশ্ব পঙ্গু দিবস চাই সচেতনতা ও সহমর্মিতা

বিশ্ব পঙ্গু দিবস চাই সচেতনতা ও সহমর্মিতা

বিশ্বের নানা দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব পঙ্গু দিবস ২০২৩। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দিবসটি বেশ গুরুত্বপূর্ণ। জনবহুল এ দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা, অসুস্থতাসহ নানা কারণে পঙ্গুত্বের শিকার হচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

পঙ্গুত্বের কারণ

আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এবং শিশুদের নানা দুর্ঘটনা পঙ্গুত্বের প্রধান কারণ। এসব দুর্ঘটনায় প্রাণহানির চেয়ে পঙ্গুত্বের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি।

ধারণা করা হয়, প্রতিবছর দুর্ঘটনায় আহত হয়ে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে। জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্যমতে, বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে বছরে ১ লাখ ৩০ হাজার রোগী এ প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়। এর মধ্যে ৫০ হাজার রোগী জরুরি বিভাগ থেকে সেবা নেয়।

এসব রোগীর মধ্যে বছরে ৩৫০ থেকে ৪০০ জন পঙ্গুত্ব বরণ করে। দুর্ঘটনা ছাড়াও বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির কারণে অনেক মানুষকে পঙ্গুত্ব বরণ করে নিতে হয়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেরিব্রাল পালসি, হাত-পায়ের ত্রুটিপূর্ণ গঠনের কারণে পঙ্গুত্ব, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি। আরেকটি বড় কারণ আর্থ্রাইটিস। পরিসংখ্যান বলছে, শতকরা ১৮ জন রোগী আর্থ্রাইটিসের কারণে পঙ্গুত্ব বরণ করে নেয়।

পঙ্গুত্ব রোধে করণীয়

  • দেশে নিরাপদ সড়ক ও চালক সচেতনতা নিয়ে সরকারি ও বেসরকারি নানান উদ্যোগ, কর্মসূচি চালু রয়েছে। তবু সড়ক দুর্ঘটনার পরিমাণ হ্রাস পাচ্ছে না। সবাইকে সচেতনভাবে সড়ক আইন মেনে চলতে হবে।

  • চালকদের বেপরোয়া প্রতিযোগিতার মনোভাব ও গতি রুখতে সচেতনতা ও প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।

  • ট্রাফিক আইনকে কার্যকর করা এবং ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি।

  • শিশুদের যথাসম্ভব চোখে চোখে রাখতে হবে। বুঝতে শেখার পর থেকে শিশুদের বিভিন্ন দুর্ঘটনার বিষয়ে সচেতন করতে হবে।

চিকিৎসা

পঙ্গুত্বের অত্যাধুনিক চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে। পঙ্গু রোগীদের সমস্যা শুধু ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। পাশাপাশি প্রয়োজন ফিজিওথেরাপি চিকিৎসা।

আঘাত, অক্ষমতা বা রোগের কারণে সৃষ্ট বিভিন্ন পঙ্গুত্বের চিকিৎসা করেন ফিজিওথেরাপিস্টরা। এর মধ্যে কিছু সমস্যায় ফিজিওথেরাপিই কাজে আসে। যেমন- ঘাড় এবং পিঠে ব্যথা পেশি শক্ত হয়ে এলে, পেলভিক সমস্যা দেখা দিলে কিংবা হৃৎপিণ্ডের সমস্যার কারণে কেউ পঙ্গু হলে।

এ ছাড়া, দীর্ঘস্থায়ী ব্যথা, ক্লান্তি, ফোলা ভাব এবং হাঁটুর অস্ত্রোপচারের পরে পেশির দুর্বলতা বা অন্যান্য ট্রমাজনিত কারণে পঙ্গু হলেও সেটা ফিজিওথেরাপিতে সারানো যায়।

তবে প্রাতিষ্ঠানিক চিকিৎসার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সহযোগিতা ও সহমর্মিতাও জরুরি।

লেখক : প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com