
ত্বকে মেছতা হুট করে হয় না। শুরুতে হালকা দাগ দেখা দেয়। তখন থেকেই বাড়তি যত্ন নেওয়া শুরু করলে মেছতা অনেকটাই প্রতিরোধ করা যায়। বিস্তারিত জানাচ্ছেন বিউটি রুম বাই আফরিনের রূপবিশেষজ্ঞ আফরিন ইসলাম
মেছতা প্রতিরোধ করতে সবচেয়ে জরুরি হলো সানস্ক্রিন। ঘর থেকে বের হন বা না হন দিনে দুবার সানস্ক্রিন লাগাতে হবে। চুলার পাশে রান্নার সময় কিংবা রোদে বের হলে প্রতি ২ ঘণ্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। কারণ, ত্বকে রোদ লাগলে মেছতা প্রতিরোধ করা সম্ভব হবে না।
সানস্ক্রিনের পাশাপাশি রোদে গেলে অবশ্যই বড় আকৃতির রোদচশমা এবং ছাতা ব্যবহার করবেন। এতে ত্বক রোদের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে বাঁচবে।
ঘরোয়া পরিচর্যায় মেছতা দূর করতে টকদই কার্যকরী। ১ চামচ ঘরে পাতা টকদইয়ের সঙ্গে আধা চামচ তিলের তেল মিশিয়ে রাতে শোবার সময় ত্বকে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশের সঙ্গে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ বার নিয়মিত লাগান।
ওটস গুঁড়া করে রাখুন। ১ চামচ ওটসের সঙ্গে আধা চামচ আমন্ড অয়েল এবং আধা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে হালকাভাবে মাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন করলে মেছতা থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে।
মেছতা দূর করতে লেজারসহ অনেক আধুনিক চিকিৎসা রয়েছে। সেগুলো বেশ খরচসাপেক্ষ। এসব চিকিৎসা করাতে চাইলে অবশ্যই বিশেষজ্ঞ ও দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে করাতে হবে। তা না হলে হিতে বিপরীত হয়ে ত্বকের ক্ষতি হতে পারে।