ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

বাড়ছে শিশুদের ক্যান্সার

বাড়ছে শিশুদের ক্যান্সার

আজ বিশ্ব শিশু ক্যান্সার দিবস। শিশুর ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০২ সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালন হয়ে আসছে। শিশুর ক্যান্সার বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি দিবসটির অন্যতম লক্ষ্য শিশু মৃত্যুহার হ্রাস করা এবং ক্যান্সার লড়াকু শিশুদের সহমর্মিতা জানানো। বিস্তারিত জানাচ্ছেন ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের হিসাব অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন বলছে, বিশ্বজুড়ে প্রতিবছর অন্তত তিন লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। নিম্ন আয়ের দেশগুলোয় আক্রান্ত শিশুদের ৯০ শতাংশই চিকিৎসার অভাবে মারা যায়। সংস্থাটির তথ্যমতে, বর্তমানে ক্যান্সার আক্রান্ত শিশুদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই অভিভাবকদের এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। তবে আশার বিষয় হচ্ছে, শিশুদের বেশিরভাগ ক্যান্সারই সঠিক সময়ে শনাক্ত হলে এবং যথাযথ চিকিৎসায় নিরাময়যোগ্য। ব্লাড ক্যান্সারের পাশাপাশি নসিকাগ্রন্থি, কিডনি এবং চোখের ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায় শিশুদের। শিশুর সংখ্যাও কম নয়।

কেন হয়

শিশুর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বংশগত কারণকেই মূল কারণ হিসেবে দায়ী করা হয়। কখনো কখনো মায়ের পেটে ভ্রূণ অবস্থায় শিশুর শরীরে ক্যান্সারের জিন তৈরি হয়। সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বেশিরভাগ ক্ষেত্রে জেনিটিক্যাল কারণ, ভাইরাস, খাবারে বিষাক্ত পদার্থের উপস্থিতি, রাসায়নিক ও পরিবেশগত দূষণ শিশুদের ক্যান্সারের জন্য দায়ী। এ ছাড়া অভিভাবকের ধূমপানের অভ্যাস, অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং হেপাটাইটিস বি, হিউম্যান হার্পিস এবং এইচআইভি ভাইরাসও শিশুদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।

লক্ষণ

হঠাৎ কোনো কারণ ছাড়াই শিশুর নাক থেকে রক্ত পড়া ক্যান্সারের লক্ষণ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি কমে যায়। কিন্তু যদি না কমে, বরং ঘন ঘন রক্তপাত হতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শিশুর শরীরের কোথাও কেটে গেলে খেয়াল রাখুন, ক্ষত সারতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে কিনা।

কারণ ছাড়া যদি অস্বাভাবিকভাবে শিশুর ওজন কমে যেতে থাকে।

চোখের মণি সাদা হয়ে যাওয়া চোখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ।

শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা ছোট ছোট শ্বাস নেওয়া শিশুর ক্যান্সারের ঝুঁকির অন্যতম উপসর্গ।

অকারণে ঘন ঘন জ্বর শিশুর লিউকেমিয়ার লক্ষণ হতে পারে।

পেটের যে কোনো পাশে চাকা বা টিউমার অনুভূত হলে কিডনির ক্যান্সারের ঝুঁকি থাকে।

শিশুর তীব্র মাথাব্যথা মস্তিষ্কের ক্যান্সারের লক্ষণ। জ্বর বা যথাযথ কারণ ছাড়া শিশু যদি হুটহাট অচেতন হতে থাকে, তাহলে তা ব্রেন টিউমারের উপসর্গ হতে পারে।

কোনো আঘাত ছাড়াই হাড়ে তীব্র ব্যথা, খুঁড়িয়ে হাঁটা প্রভৃতি লক্ষণ হাড়ের ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ।

করণীয়

শিশুকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল, পুষ্টিগুণসমৃদ্ধ খাবার খাওয়ান। তাজা ফল, সতেজ শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। খেলাধুলা, ছোটখাটো কাজ প্রভৃতির মাধ্যমে ছোটবেলা থেকেই শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন। শিশুকে চর্বিজাতীয় ও ফাস্টফুড খাবার কম দিন, নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণে রাখুন। ক্যান্সার সুরক্ষায় শিশুকে হেপাটাইটিস বি টিকা দিন।

লেখক : প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে কৃষকের ৬শ পটলের গাছ কাটল দুর্বৃত্তরা

ফরিদপুরে নিহতদের পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা ৩

ইরানের হামলা ঠেকাতে কত ব্যয় হলো ইসরায়েলের

সাগরে ভাসমান নৌকায় মিলল ২০ ব্যক্তির পচা-গলা লাশ

ফেসবুক ব্যবহারে হঠাৎ বিভ্রাট

শান্তর ডাকে কি ফিরবেন তামিম?

ফরিদপুরে নিহত ১৩ জনের ৫ জন একই পরিবারের

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নারীসহ নিহত ২

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট হবে আরও সহজ

পর্যটকদের মন কাড়ছে কুয়াকাটার কীটনাশকমুক্ত শুঁটকি

১০

একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে যেসব চমক

১১

মায়ের চোখের সামনে প্রাণ গেল সন্তানের

১২

এইচএসসির ফরম পূরণ শুরু আজ

১৩

আল-শিফা হাসপাতালের নিচে গণকবরের সন্ধান

১৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

১৫

ইরানের পরবর্তী পরিকল্পনার কথা জানালেন সশস্ত্র বাহিনীর প্রধান

১৬

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

১৭

পাউরুটি না পেয়ে কর্মচারীকে পেটালেন হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান

১৮

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১১

১৯

ঈদে অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠেছে কুয়াকাটার ব্যবসায়ীরা

২০
*/ ?>
X