জ্বর

জানতেন কি?
জ্বর
  • জ্বরকে অনেকে অসুখ বললেও চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি শরীরের জন্য ‘ভালো কিছু’। কারণ জ্বর মানেই শরীর নিজস্ব প্রক্রিয়ায় তাপমাত্রা বাড়িয়ে ভেতরে থাকা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। আমাদের শরীরের সাধারণ যে তাপমাত্রা (৯৮.৬ ডিগ্রি) তাতে সহজে দেহে ব্যাকটেরিয়া-ভাইরাস বেড়ে উঠতে পারে। কিন্তু তাপমাত্রা ১০০ ছাড়ালে সেটা সম্ভব হয় না।

  • জ্বর বেশি হলে তা মস্তিষ্কের ক্ষতি করবে এমন ধারণা ভুল। ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের তাপমাত্রা বাড়ানোর সংকেত মস্তিষ্ক থেকেই আসে। তবে সেটারও একটা মাত্রা বজায় থাকে।

  • জ্বরের জন্য ওষুধ খেলেই জ্বর কমে আসবে, এ ধারণাও ভুল। সংক্রমণের বিরুদ্ধে লড়াইটা শেষ হলেই সাধারণত জ্বরটা কমবে। তবে এ ক্ষেত্রে জ্বর বেশি বা বেশি সময় থাকলে ডাক্তারের পরামর্শে পরীক্ষা করানো উচিত।

  • শিশুর জ্বরের ক্ষেত্রে তাপমাত্রার চেয়েও বড় বিষয় হলো, সে স্বাভাবিক আচরণ ও খাবার খাচ্ছে কি না সেটা দেখা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com