
নারকেল তেল-লেবু
২ টেবিল চা চামচ নারকেল তেল, ১ টেবিল চা চামচ লেবুর রস ও এক কাপের চার ভাগের এক ভাগ চিনি মেশান। মিনিটখানেক বৃত্তাকারে মুখে স্ক্রাব করুন। হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
শসা-পুদিনা
আধখানা শসা ও এক মুঠো পুদিনা পাতা মিহি করে ব্লেন্ড করুন। তাতে ১ টেবিল চা চামচ মধু ও ২ টেবিল চা চামচ ওটমিল মিশিয়ে মিশ্রণ বানান। বৃত্তাকারে স্ক্রাব করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবু-লবণ
২ টেবিল চা চামচ লবণ, ১ টেবিল চা চামচ লেবুর রস ও ১ টেবিল চা চামচ মধু মিশিয়ে চোখের আশপাশ বাদ দিয়ে বাকি অংশে স্ক্রাব করুন। ধুতে হবে ঠান্ডা পানিতে।
তরমুজ-ব্রাউন সুগার
১ কাপ তরমুজ ব্লেন্ড করুন। ১ কাপের চার ভাগের এক ভাগ বাদামি চিনি ও ১ টেবিল চা চামচ অলিভ অয়েল মেশান। স্ক্রাবের পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
পেঁপে-দই
আধখানা পাকা পেঁপে ম্যাশ করে নিন। তাতে ২ টেবিল চা চামচ সাধারণ টক দই ও ১ টেবিল চা চামচ মধু মেশান। এই স্ক্রাব স্কিন টোন ঠিক করে।
আনারস-নারকেল তেল
১ কাপ তাজা আনারস ব্লেন্ড করুন। ২ টেবিল চা চামচ নারকেল তেল ও এক কাপের চার ভাগের এক ভাগ চিনি মিশিয়ে বৃত্তাকারে স্ক্রাব করুন ও কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।