
আমাদের প্রতিদিনের বাজারের পলিথিন ব্যাগটাও ফসিল তেল তথা জীবাশ্ম জ্বালানি দিয়ে তৈরি করা হয়। তাই পলিথিন থেকে শুরু করে প্লাস্টিকের খেলনা ও অন্যান্য সামগ্রীর ব্যবহার কমালেও ফসিল তেলের ওপর চাপ কমবে। বাঁচবে পরিবেশ।
এখন আমরা জ্বালানি তেল তৈরিতে যে তেল, কয়লা ব্যবহার করছি সেটা তৈরি হয়েছিল কার্বোনিফেরাস যুগে। ওই সময় পৃথিবীতে ডায়নোসর ঘুরে বেড়াত।
এখন যে গতিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হচ্ছে তাতে কয়লা পুরোপুরি শেষ হবে ১ হাজার বছরের মধ্যে। তেল শেষ হবে ১০০ বছরে। তবে ব্যবহার আর ৫ শতাংশ বাড়লে এসব সম্পদ আরও আগে শেষ হবে।
অয়েল শেল বলে কিছু পাথুরে বস্তু আছে যার ভেতর বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি আটকে আছে। অর্থাৎ এখনকার ধারণার চেয়েও কয়েকগুণ বেশি ফসিল তেল আবিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।