
এ পর্যন্ত জেমস বন্ডের যত সিনেমা হয়েছে তার সবকটায় বন্ডকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ৪ হাজার ৬৬২টি গুলি।
মেটাল ডিটেক্টর দিয়ে ধাতব বস্তু খোঁজা শুরুর শখ হলো ব্রিটেনের চার্লি ক্লার্কের। ছয় মাসের মাথাতেই তিনি পেয়ে যান ৫০০ বছর আগেকার অষ্টম হেনরির আমলের একটি ২৪ ক্যারেট সোনার হার।
ইংল্যান্ডের ব্রিস্টলের একটি বোমা নিষ্ক্রিয়করণ দলের কাছে একবার একটি সন্দেহজনক বাক্স আসে। দেখা গেল তাতে একগাদা লিফলেট। লিফলেটে ছিল সন্দেহজনক বাক্স পেলে কী করা উচিত, সেই বিষয়ক পরামর্শ।