বিলিভ ইট অর নট

বিলিভ ইট অর নট
  1. কানাডার কলের পানির গুণগত মান বোতলজাত পানির চেয়েও ভালো।

  2. অ্যাপোলোর নভোচারীরা চাঁদের বুকে কিছু মলমূত্রের ব্যাগ রেখে এসেছিলেন। ওগুলো এখনো অক্ষতই আছে।

  3. এ বছরের মার্চে মিশিগান এয়ারপোর্টে এক ব্যক্তির লাগেজে বিশালাকৃতির ছয়টা জ্যান্ত আফ্রিকান ল্যান্ড স্নেইল পাওয়া গিয়েছিল।

  4. ইতালির ভেনিস শহরটা গড়ে উঠেছিল একটি বড়সড় ভিত্তির ওপর। শহরটাকে টিকিয়ে রাখতে গাঁথতে হয়েছিল প্রায় এক কোটি গাছের গুঁড়ি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com