
চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত দুই বেলা চুল আঁচড়াতে পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা। তবে এটাও মাথায় রাখতে হবে যে, ভুল চিরুনির ব্যবহারে চুল পড়া ও চুল ভেঙে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। চুলের জন্য কেমন চিরুনি বেছে নেবেন সে পরামর্শ দিয়েছেন বিউটি রূপ বাই আফরিনের কর্ণধার আফরিন ইসলাম
চুল আঁচড়াতে আমাদের দেশে বেশিরভাগই প্লাস্টিকের চিরুনি ব্যবহার করেন। এটি মোটেই স্বাস্থ্যকর নয়। প্লাস্টিক বা মেটাল চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলের সঙ্গে ঘর্ষণের ফলে চিরুনিতে ঘর্ষণ তাপ তৈরি হওয়ার কারণে চুল শুষ্ক ও রুক্ষ হতে থাকে।
চুলের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর হচ্ছে কাঠের চিরুনি। কাঠের চিরুনির সঙ্গে চুলের ঘর্ষণের ফলে ঘর্ষবিদ্যুৎ তৈরি হয় না। কাঠের চিরুনি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল দ্রুত বাড়তেও সাহায্য করে।
কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে এটি স্কাল্পের প্রাকৃতিক তেলকে সব চুলে ছড়িয়ে দেয় যা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। তাই নিয়মিত কাঠের চিরুনি ব্যবহারে চুলের রুক্ষতা কমে যাবে উল্লেখযোগ্যভাবে।
চুল আঁচড়ানোর জন্য প্রশস্ত দাঁতের কাঠের চিরুনি ব্যবহার করুন। মোটা দাঁতের ফলে সহজেই চুলের জট খুলে যায়। এ ছাড়া এ ধরনের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলের জট অনেক কম হবে।