
বিশ্বের সবচেয়ে দামি ডেজার্ট আইটেম হলো একটি চকলেটি সানডে। ৫ গ্রাম সবচেয়ে দুর্লভ কোকোয়ার সঙ্গে ২৩ ক্যারেট স্বর্ণ মিশিয়ে এটি তৈরি করা হয়। এর এক বাটির দাম প্রায় ২৫ লাখ টাকা।
বিখ্যাত সিনেমা উইলি ওংকা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরিতে চকলেটের যে নদীটা দেখানো হয়েছিল ওটা সত্যিকারের চকলেট দিয়েই বানানো হয়েছিল। দেড় লাখ গ্যালন পানিতে মেশানো হয়েছিল চকলেট পাউডার। তবে দ্রুতই সেটা নষ্ট হয়ে গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের সিনেটে ষাটের দশক থেকেই একটি ক্যান্ডি ডেস্ক চালু হয়। নিয়ম হলো, সিনেটের ওই আসনে যিনিই বসবেন, তাকেই ওই ডেস্ক ক্যান্ডি দিয়ে ভর্তি থাকতে হবে।