রক-ওয়েদারিং

জানতেন কি
রক-ওয়েদারিং

বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে বিশেষ একটি আগ্নেয় পাথর। নাম তার ব্যাসাল্ট। তবে সরাসরি এ কাজ করতে পারে না পাথরটি। এর জন্য একে একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। প্রক্রিয়ার পরই ওটা তৈরি হয় ‘ম্যাজিক ডাস্ট’ তথা জাদুকরী ধুলায়। এমন নামকরণের কারণ হলো, এই পাথরটাকে তখন ধুলার মতো ছড়িয়ে দেওয়া হলে বৃষ্টির পানিতে মিশে থাকা কার্বন ডাইঅক্সাইড এসে সরাসরি পড়বে তাতে। আর সেই পানি ওই আগ্নেয় ব্যাসাল্টের সঙ্গে বিক্রিয়া করে কার্বনেট তৈরি করবে। এতেই বালু কণার ভেতর আটকা পড়বে গ্রিনহাউস গ্যাস। এ প্রক্রিয়ায় বাতাস থেকে গ্রিনহাউস গ্যাস কমানোকে বলা হয় রক-ওয়েদারিং। এটি গাছ লাগানোর মতোই কাজ করবে। আর এ নিয়ে গবেষণা চালাচ্ছেন যুক্তরাজ্যের গবেষকরা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com